জাতীয় এবং রাজ্য সড়কের ধারে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ১লা এপ্রিল ২০১৭ থেকে এই নিয়ম কার্যকর করতেই হবে। নতুন দোকান বসানোর প্রশ্ন তো নেই-ই, তুলে দিতে হবে সব পুরনো দোকানও। অর্থাৎ পুনর্নবীরকরণ করা যাবে না রাজ্য ও জাতীয় সড়কের ধারে থাকা কোনও মদের দোকানের লাইসেন্স। এও জানিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।
সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশ, রাজ্য এবং জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। এমনকী মদের কোনও বিজ্ঞাপন জাতীয় সড়ক বা রাজ্য সড়কের উপর থাকলে, তাও অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। দেশের শীর্ষ আদালতের এই নির্দেশিকা প্রত্যেকটি রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ যাতে সঠিকভাবে লাগু হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে।
আরও পড়ুন: বিভ্রান্তিকর বিজ্ঞাপন, পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে জরিমানার নির্দেশ আদালতের