জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র অদূরে বিস্ফোরক ও গোলাবারুদ ফেলে গিয়েছিল পাকিস্তানি ড্রোন। বিষয়টি নজরে আসতেই দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে সে সব উদ্ধার করল নিরাপত্তাবাহিনী। বছরের প্রথম দিনে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ঘটনাটি ঘটেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে পুঞ্চে নিয়ন্ত্রণরেখার অদূরে খারি কর্মারা এলাকায় একটি সন্দেহজনক ড্রোন উড়তে দেখেন নিরাপত্তাবাহিনীর সদস্যেরা। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তল্লাশি চালিয়ে কিছু ইম্প্রোভাইস্ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং গোলাবারুদ উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাকিস্তান থেকে আকাশপথে ওই বিস্ফোরক ও গোলাবারুদ ভারতে পাচার করার চেষ্টা চলছিল। কিন্তু নিরাপত্তাবাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।
আরও পড়ুন:
উল্লেখ্য, এমনিতেই পুঞ্চের দুর্গম ও তুষারাবৃত পীরপঞ্জল এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল, শীতের মাসগুলিতে সীমান্তে অশান্তি সৃষ্টি করতে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে পাক সন্ত্রাসবাদীরা। আগেভাগেই সেই খবর পেয়ে তৎপর হয় নিরাপত্তাবাহিনী। পাশাপাশি, পাকিস্তানি জইশ কমান্ডার সইফুল্লা ও তাঁর সহকারী আদিলকে খুঁজতে গত ন’দিন ধরে কিশ্তওয়ার এবং ডোডায় সেনার অভিযান চলছে। ওই দুই জঙ্গির নামে ৫ লক্ষ টাকার পুরস্কার রয়েছে। সে সবের মাঝেই এই ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে।