Advertisement
১৮ এপ্রিল ২০২৪
IPS Officer

IPS Officer: স্যুটকেস খুলে দেখান, বিমানবন্দরে রক্ষী বললেন আইপিএস অফিসারকে, তারপর যা বেরিয়ে এল...

যাঁর স্যুটকেস তিনি আইপিএস অফিসার। ওড়িশার পরিবহণ কমিশনার অরুণ বোথরা। স্বাভাবিক কারণেই চারপাশে উৎসাহী চোখ তখন সম্ভবত ওই স্যুটকেসের দিকে।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৭:১৭
Share: Save:

ফিরছিলেন রাজস্থান থেকে। জয়পুর বিমানবন্দরে হাতের সুটকেসটি এক্সরে স্ক্যানারে ঢোকানোর পর থমকে গিয়েছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী। বিষয়টা সুবিধার ঠেকেনি তাঁদের চোথে। খুলতে বললেন সুটকেস।

যাঁর স্যুটকেস তিনি আইপিএস অফিসার। ওড়িশার পরিবহণ কমিশনার অরুণ বোথরা। স্বাভাবিক কারণেই চারপাশে উৎসাহী চোখ তখন সম্ভবত ওই স্যুটকেসের দিকে। কোনও চোখে সন্দেহ। কোনওটায় উপচে পড়ছে কৌতূহল। কিন্তু নিয়ম তো নিয়মই। অগত্যা খুলে দেখাতে হল।

সেই খোলা স্যুটকেসের ছবিই তিনি শেয়ার করেছেন টুইটারে। অরুণের টুইটার ফলোয়ারের সংখ্যা এক লক্ষ ৩০ হাজার। কিছু ক্ষণের মধ্যেই সেই টুইট মজার মজার রিটুইটে ভরে যায়। হাজার পঞ্চাশেক প্রতিক্রিয়ায় ভরে যায় টুইটার হ্যান্ডল।

কী ছিল স্যুটকেসে?

১০ কেজি মটরশুঁটি। তিনি জয়পুর থেকে কিনে নিয়ে আসছিলেন। অরুণ জানাতে ভোলেননি ওই মটরশুঁটি তিনি কিনেছেন ৪০ টাকা কেজি দরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPS Officer Jaypur Pea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE