কুলভূষণ কাণ্ড কিংবা নিয়ন্ত্রণরেখা জুড়ে অশান্তির মধ্যেই মুখোমুখি হতে পারেন নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদী। আগামী জুনে কাজাখস্তানে সাংহাই কোয়াপরেশন অর্গানাইজেশনের বৈঠকের সময় তাঁদের দেখা হতে পারে। পাক প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তাকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে পাকিস্তানের এক সংবাদপত্র। শরিফের সঙ্গে দেখা করার পরে ইসলামাবাদ থেকে আজই আবার দিল্লি এসেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার।
আফগানিস্তান থেকে আজ পাকিস্তানে যান ম্যাকমাস্টার। শরিফ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। একটি পাক সংবাদপত্রের দাবি, বৈঠকে নওয়াজ জানিয়েছেন, ভারত ও পাক শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করার যে প্রস্তাব দিয়েছেন, তা স্বাগত। জঙ্গিদের উপর নিয়ন্ত্রণে পাকিস্তানের পদক্ষেপ করার প্রয়োজনীয়তা রয়েছে বলেই জানিয়েছেন ম্যাকমাস্টার।
বিদেশ মন্ত্রকের কর্তারা খুশি যে আফগানিস্তান ও পাকিস্তান সফর শেষ করেই মার্কিন কর্তা ভারতে এসেছেন। শরিফ প্রশাসনের বার্তা নিয়েই ম্যাকমাস্টার এখানে এসেছেন বলে মনে করছেন কূটনীতিকরা। তাঁর এই সফরের উপরে ট্রাম্প প্রশাসনের আফগান-পাক নীতিও ঠিক হবে বলে ভারত মনে করছে।