হায়দরাবাদের পুরভোটে ভাল ফলের দিনেই মহারাষ্ট্রে বিধান পরিষদের ভোটে ধাক্কা খেল বিজেপি। মহারাষ্ট্র আইনসভার উচ্চকক্ষের ৬টি আসনে ভোট হয়েছিল। তার মধ্যে সবগুলিতে লড়ে মাত্র ১টি-তে বিজেপি জিতেছে। স্নাতক এবং শিক্ষক ভোটারদের জন্য সংরক্ষিত এই ৬টি আসনের মধ্যে ৪টিতে জিতেছে রাজ্যের শাসক জোট ‘মহা বিকাশ অগাড়ি’।
শাসক জোটের শরিক এনসিপি এবং কংগ্রেস ২টি করে আসনে জিতেছে। কিন্তু মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দল শিবসেনা একটি আসনে লড়েও জিততে পারেনি। অন্য আসন গিয়েছে নির্দল প্রার্থীর দখলে। প্রসঙ্গত, ৬টি আসনে শাসক জোটের তরফে কংগ্রেস ৩, এনসিপি ২ এবং শিবসেনা ১টি-তে প্রার্থী দিয়েছিল।
পুণে এবং অওরঙ্গাবাদ ডিভিশনের ১টি করে স্নাতক আসনে জয় পেয়েছে এনসিপি। পুণে ডিভিশনের শিক্ষক আসন এবং নাগপুর ডিভিশনের স্নাতক আসনে জিতেছে কংগ্রেস। অন্য দিকে, বিজেপি-র ঝুলিতে গিয়েছে ধুলে-নন্দুরবারের একটি বিধান পরিষদ আসন। অমরাবতীর শিক্ষক কেন্দ্রে শাসক জোটের শিবসেনাকে হারিয়ে দিয়েছেন স্থানীয় নির্দল প্রার্থী।