Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Jammu and Kashmir

Vaishno Devi: বৈষ্ণোদেবী যাত্রার কপ্টারের জাল টিকিট বিক্রি! জম্মু ও কাশ্মীর পুলিশের জালে ৭

পুলিশ জানিয়েছে, কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য হেলিকপ্টারের টিকিট সংরক্ষণের জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

বৈষ্ণোদেবীর হেলিপ্যাড।

বৈষ্ণোদেবীর হেলিপ্যাড। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
জম্মু শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৮:১৭
Share: Save:

বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার হেলিকপ্টারের জাল টিকিট বিক্রির অভিযোগে সাত জনের নামে চার্জশিট জমা দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। অভিযুক্তদের মধ্যে চার জনকে রাজস্থান এবং তিন জনকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে বলে রেশি জেলা আদালতকে পুলিশের তরফে জানানো হয়েছে।

চার্জশিটে পুলিশ জানিয়েছে, কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য হেলিকপ্টারের টিকিট সংরক্ষণের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিল অভিযুক্তেরা। টিকিট সংরক্ষণের জন্য শতাধিক ব্যক্তি অনলাইনে টাকা পাঠিয়েছিলেন। তাঁদের জাল টিকিট পাঠানো হয়। প্রতারণার মোট অঙ্ক কয়েক লক্ষ টাকা।

রেসির পুলিশ সুপার অমিত গুপ্ত জানিয়েছেন, কয়েক মাস আগে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছিল। প্রথমে রাজস্থান থেকে চার জনকে গ্রেফতার করা হয়। এর পর তাদের জেরা করে প্রতারণাচক্রের অন্য তিন জনের সন্ধান মেলে বিহারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jammu and Kashmir Vaishno Devi Fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE