বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার হেলিকপ্টারের জাল টিকিট বিক্রির অভিযোগে সাত জনের নামে চার্জশিট জমা দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। অভিযুক্তদের মধ্যে চার জনকে রাজস্থান এবং তিন জনকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে বলে রেশি জেলা আদালতকে পুলিশের তরফে জানানো হয়েছে।
চার্জশিটে পুলিশ জানিয়েছে, কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য হেলিকপ্টারের টিকিট সংরক্ষণের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিল অভিযুক্তেরা। টিকিট সংরক্ষণের জন্য শতাধিক ব্যক্তি অনলাইনে টাকা পাঠিয়েছিলেন। তাঁদের জাল টিকিট পাঠানো হয়। প্রতারণার মোট অঙ্ক কয়েক লক্ষ টাকা।