উত্তরপ্রদেশের বিজনোরে জাতীয় সড়কে শনিবার সকালে ওভারটেক করার সময় অটোয় ধাক্কা দেয় একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল অটোয় সওয়ার ছ’জনের। তাঁদের মধ্যে রয়েছেন এক নবদম্পতি। হাসপাতালে চিকিৎসার সময় মৃত্যু হয় অটোচালকের। পুলিশ জানিয়েছে, অটোয় চেপে ঝাড়খণ্ডের এক বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধামপুরে ৭৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা হয়েছে। বিজনোরের পুলিশ সুপার অভিষেক বলেন, ‘‘শনিবার সকালে দুর্ঘটনার খবর পাই। একটি গাড়ি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় আচমকাই পাশে লেনে ঢুকে পড়ে। তার পর ধাক্কা দেয় অটোয়। অটোয় চালক-সহ সাত জন সওয়ার ছিলেন। ঘটনাস্থলে ছ’জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চালকের মৃত্যু হয়েছে। সাত জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’’
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, অটোয় ছিলেন একই পরিবারের ছ’জন। তাঁদের মধ্যে এক নবদম্পতিও ছিলেন। নিহতদের চার জন পুরুষ, দু’জন মহিলা এবং এক জন ১০ বছরের কিশোরী। তাঁরা হলেন খুরশিদ (৬৫), তাঁর পুত্র বিশাল (২৫), পুত্রবধূ খুশি (২২), মুমতাজ (৪৫), রুবি (৩২) এবং ১০ বছরের বুশরা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।