ব্যস্ত রাস্তায় এসইউভির সঙ্গে গাড়ির সংঘর্ষ! সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশু-সহ আট জনের। রবিবার গুজরাতের সুরেন্দ্রনগর জেলায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে সুরেন্দ্রনগর জেলায় দেদাদারা গ্রামের কাছে এক হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটে। একটি এসইউভির সঙ্গে সংঘর্ষ হয় দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির। সংঘর্ষের অভিঘাতে সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি থেকে বেরোতে পারেননি কেউই। গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দুই শিশু-সহ আট জনের।
আরও পড়ুন:
ভাধভান থানার পুলিশকর্তা পিবি জাদেজা বলেন, ‘‘রবিবার বিকেল সাড়ে ৩টের দিকে দেদাদারা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর পরই গাড়িটিতে আগুন ধরে যায়। ভিতরে থাকা লোকজন গাড়ি থেকে বেরোনোর সুযোগ পাননি। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। অন্য দিকে, এসইউভিতে থাকা তিন জনও সামান্য আহত হন। তাঁরা এলাকা ছেড়ে চম্পট দেন।’’ পরে খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে দেহগুলি উদ্ধার করা হয়। দমকল সূত্রে খবর, মৃতদেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে কাউকে চেনা যাচ্ছে না। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।