Advertisement
E-Paper

প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা! জলে উল্টে গেল ট্র্যাক্টর, দুই পৃথক ঘটনায় মধ্যপ্রদেশে মৃত অন্তত ১২

দুই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি তাঁর এক্স হ্যান্ডলে দুই দুর্ঘটনার কথা উল্লেখ করে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২২:০৮
Several dead as tractor-trolley plunges into pond during Immersion of Durga idol in Madhya Pradesh

চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত।

দশমীতে প্রতিমা বিসর্জন করতে গিয়ে দুর্ঘটনা। ট্র্যাক্টর-ট্রলি উল্টে গিয়ে সোজা পুকুরে পড়ল। তাতে চেপেই প্রতিমা নিরঞ্জনে এসেছিলেন বেশ কয়েক জন। তাঁদেরকে নিয়েই পুকুরে পড়ে সেটি। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। কয়েক জন এখনও নিখোঁজ। মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু।

বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার পান্ধনা এলাকায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই জেলারই দুই গ্রামের বাসিন্দাদের একাংশ দুর্গাপ্রতিমা বিসর্জনে যান স্থানীয় এক পুকুরে। ট্র্যাক্টর-ট্রলিতে চাপিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয়। অনেক গ্রামবাসীই প্রতিমার সঙ্গে ট্র্যাক্টর-ট্রলিতে করে বিসর্জনে যান। অন্তত ২০-২৫ জন ছিলেন ওই ট্র্যাক্টর-ট্রলিতে। বিসর্জনের পথে একটি পুকুরে কালভার্টের উপর সেটি রাখেন চালক। আচমকাই ট্র্যাক্টর-ট্রলিটি ভার বহন করতে না-পেরে পড়ে যায় পুকুরে।

ঘটনা নজরে আসতে প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। পুকুরে নামানো হয় ডুবুরি। পুলিশ সূত্রে খবর, জলে তলিয়ে গিয়ে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। কয়েক জন এখনও ট্র্যাক্টর-ট্রলির মধ্যে আটকে আছেন বলে আশঙ্কা করছেন পুলিশকর্তারা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা।

অন্য দিকে, উজ্জয়িন জেলার ইঙ্গোরিয়া থানা এলাকাতেও একই ধরনের দুর্ঘটনা ঘটে। প্রতিমা বহনকারী ট্র্যাক্টর-ট্রলি চম্বল নদীতে উল্টে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও কয়েক জন। এই দুই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি তাঁর এক্স হ্যান্ডলে দুই দুর্ঘটনার কথা উল্লেখ করে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানান।

Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy