রাজস্থানের পর বাস দুর্ঘটনা এ বার তেলঙ্গানা। সোমবার সকালে তেলঙ্গানার রঙ্গরেড্ডি জেলায় সে রাজ্যের সরকারি পরিবহণ নিগমের একটি বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়়ে যায় বাসটি। এই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কম পক্ষে ১০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তেলঙ্গানা রাজ্য পরিবহণ নিগম (টিজিআরটিসি)-এর বাসটি ৭০ জন যাত্রীকে নিয়ে হায়দরাবাদের দিকে যাচ্ছিল। রঙ্গরেড্ডি জেলার চেভেল্লা ব্লকের মিরজাগুড়া গ্রামের কাছে উল্টো দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। স্থানীয়দের একাংশের দাবি, বেপরোয়া গতিতে রাস্তার ভুল ধার ধরে আসছিল ট্রাকটি। বাসচালক কিছু বুঝে ওঠার আগেই দুই যানের সংঘর্ষ হয়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ট্রাকে থাকা পাথর বাসের উপর পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। যাত্রীরা বাস থেকে নামার চেষ্টা করেও নামতে পারেননি। মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক এবং বাসের চালকদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করার চেষ্টা করেন স্থানীয়েরা। পরে বিপর্যয় মোকাবিলাকারী দলও সেখানে পৌঁছোয়। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করানো হয়েছে। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকাজে গতি আনার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে জানানো হয়েছে, আহতেরা যাতে যথাযথ চিকিৎসা পায় তা সুনিশ্চিত করার ভার তেলঙ্গানার ডিজি এবং মুখ্যসচিবকে দিয়েছেন রেবন্ত। কী কারণে এই দুর্ঘটনা, তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে তেলঙ্গানার বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-ও।
রবিবার রাতেই রাজস্থানের ফালোদি এলাকায় ভারতমালা হাইওয়ের উপর একটি ছোট ট্র্যাভেলার বাস সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলার ট্রাককে। এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং চার জন শিশু। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, পুলিশকে দেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ওই দুর্ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের বাস দুর্ঘটনার ঘটনা ঘটল তেলঙ্গানায়।