শাসক দলের সাংসদেরা পছন্দমতো ফ্ল্যাট-বাংলো পেলেও, লোকসভা নির্বাচনের এক বছর পরেও প্রায় ১০০-র বেশি সাংসদ এখনও নিজের বাড়ি পাননি। আজ রাজ্যসভার সংসদীয় আবাস কমিটির বৈঠকে সে কথা জানিয়ে দ্রুত বিহিত চাইলেন বিরোধী সাংসদেরা। তৃণমূল সূত্রের দাবি, তাঁদের অনেক সাংসদ এখনও বাড়ি পাননি। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও।
প্রায় এক বছর পরে আজ বৈঠকে বসেছিল ওই কমিটি। বিরোধীদের অভিযোগ, শাসক দলের সাংসদেরা ‘প্রভাব খাটিয়ে’ ভাল এলাকায় সরকারি ফ্ল্যাট বা বাংলো পেলেও বঞ্চনার শিকার হচ্ছেন বিরোধী সাংসদেরা। তাঁদের তদ্বির করার উপায় না থাকায় সরকারি বাড়ি পেতে সমস্যা হচ্ছে। প্রাক্তন সাংসদদের বাড়ি না ছাড়া নতুনদের বাড়ি না পাওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। বিরোধীরা জানান, বাংলার এক প্রাক্তন তৃণমূল সাংসদ (বর্তমানে বিজেপিতে) এখনও নিজের সরকারি ফ্ল্যাট রেখে দিয়েছেন। ফ্ল্যাট ছাড়েননি বিজেডির প্রাক্তন সাংসদ অনুভব মোহান্তি। তেমনই সাংসদ না হলেও, লাটিয়েনস দিল্লির বাংলো যাতে ছাড়তে না হয় তার জন্য পয়সা গুনে যাচ্ছেন গুলাম নবি আজাদ। ফলে নতুন সাংসদেরা ফ্ল্যাট বা বাড়ি পাচ্ছেন না।
রাজ্যসভার সাংসদদের যাতায়াতের জন্য যে গাড়ির ব্যবস্থা রয়েছে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে আজ অভিযোগ করেন তাঁরা। লোকসভার ৫৪৩ জন সাংসদের জন্য ৩০টি গাড়ি আছে। সেখানে রাজ্যসভার ২৪৫ জন সাংসদের জন্য এত দিন বরাদ্দ ছিল দু’টি গাড়ি। পরে আরও ছ’টি বেড়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)