উত্তরপ্রদেশের গোন্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল গাড়ি। এই ঘটনায় ওই গাড়িতে থাকা ১৫ জন যাত্রীর মধ্যে ১১ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে একটি মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন ওই গাড়ির যাত্রীরা। গোন্ডার মুরগঞ্জ থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যায় গাড়িটি।
গাড়িটি খালে পড়ে যাওয়ার পরেই উদ্ধারকাজে নামেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশকে। তবে কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়। ফলে খাল এবং অন্য জলাশয়গুলিও কানায় কানায় জল রয়েছে। গাড়ির দরজা ভেঙে বার করে আনা হয় সকলকে। আহত চার জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে তিন জন শিশু ছাড়াও রয়েছেন ছয় মহিলা এবং দুই পুরুষ। তাঁরা একই পরিবারের সদস্য বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হতাহতদের নামের তালিকা খুব শীঘ্রই প্রকাশ করবে পুলিশ।
ইতিমধ্যেই এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। হাসপাতালে যাতে আহতদের যথাযথ চিকিৎসা হয়, তা দেখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সমাজমাধ্যমে একটি পোস্ট করে আদিত্যনাথ লেখেন, “গোন্ডা জেলায় দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন। এই ঘটনা হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারগুলিকে আমি সমবেদনা জানাই।” আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।