Advertisement
E-Paper

কাশ্মীরে বেসরকারি স্কুলে বিস্ফোরণ, জখম কমপক্ষে ১৫ পড়ুয়া

আহতদের তড়িঘড়ি পুলওয়ামা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৭
পুলওয়ামা হাসপাতালে আনা হচ্ছে জখম পড়ুয়াদের। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

পুলওয়ামা হাসপাতালে আনা হচ্ছে জখম পড়ুয়াদের। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

ফের রক্তাক্ত কাশ্মীর। সেখানে একটি বেসরকারি স্কুলে টিউশন ক্লাস চলাকালীন বিস্ফোরণ ঘটেছে। তাতে গুরুতর জখম প্রায় ১৫ জন পড়ুয়া। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, উপত্যকার স্কুলগুলিতে শীতকালে স্কুলের মধ্যেই টিউশন ক্লাস বসে। বুধবার দুপুরে পুলওয়ামার নারবলের কাকাপোরা এলাকার ফালাহ-ই-মিলাত বেসরকারি স্কুলেও টিউশন ক্লাস বসেছিল।

সেইসময় দুপুর ২টো নাগাদ আচমকাই ক্লাসরুমের মধ্যে বিস্ফোরণ ঘটে। তাতে জখম হয়েছে প্রায় ১৫ জন পড়ুয়া। আহতদের তড়িঘড়ি পুলওয়ামা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় পুলিশের একটি বাহিনী। বিস্ফোরণ ঘটাতে কী ধরণের বোমা বা বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।

সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এই তথ্যগুলি জানেন? খেলুন কুইজ

আরও পড়ুন: লাইভ: প্রধানমন্ত্রী পরে হবেন, আগে মোদীকে হঠান, মহাজোটের প্রতি বার্তা ফারুক আবদুল্লার​

আরও পড়ুন: বর্তমান রাফাল চুক্তি ২.৮ শতাংশ সস্তা, সিএজি রিপোর্ট ঘিরে সংসদে ঝড়​

কাকাপোরার মেডিক্যাল অফিসার ওয়াহিদ স্থানীয় সংবাদপত্র গ্রেটার কাশ্মীরকে জানিয়েছেন, বোমার স্প্লিন্টারে ক্ষতবিক্ষত অবস্থায় কয়েকজ পড়ুয়াকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে তিন জনের অবস্থা গুরুতর ছিল। তাদের শ্রীনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর জখম আরও কয়েকজনকে পাম্পোরের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাম্পোরের মেডিক্যাল অফিসার মহম্মদ ইউসুফ। দু’-তিন জনকে লালচক থেকে ২ কিলোমিটার দূরের বারাজুল্লার বোন অ্যান্ড জয়েন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Jammu Kashmir Terrorism Blast School পুলওয়ামা হামলা পুলওয়ামা Pulwama Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy