Advertisement
০৫ মে ২০২৪

ইতিহাস! ৪০০ বছর পর মেয়েদের জন্য দরজা খুলল শনি শিঙ্গনাপুর মন্দির

মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে আর বাধা রইল না। চার শতাব্দীর পুরনো প্রথার অবসান ঘটাল মন্দিরের ট্রাস্টি বোর্ড। গত চার মাস ধরেই মন্দিরে মহিলাদের প্রবেশধিকার চেয়ে আন্দোলন করছিল একটি সংগঠন। শুক্রবার দুপুরে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিল, মহিলারা শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে চাইলে আর বাধা দেওয়া হবে না।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ১৫:২৮
Share: Save:

মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে আর বাধা রইল না। চার শতাব্দীর পুরনো প্রথার অবসান ঘটাল মন্দিরের ট্রাস্টি বোর্ড। গত চার মাস ধরেই মন্দিরে মহিলাদের প্রবেশধিকার চেয়ে আন্দোলন করছিল একটি সংগঠন। শুক্রবার দুপুরে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিল, মহিলারা শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে চাইলে আর বাধা দেওয়া হবে না।

কয়েকশো বছরের প্রাচীন শনি শিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের ঢুকতে দেওয়া হত না। ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড নামে একটি মহিলা সংগঠন চার মাস আগে থেকে এই প্রথার অবসানের দাবিতে আন্দোলন শুরু করে। বার বার মন্দিরের সামনে জমায়েত করেও অবশ্য তাঁরা মন্দিরে ঢুকতে পারেননি। বাধা পেয়ে ফিরে এসেছে। আন্দোলনের চাপ বাড়তে থাকায় মন্দির কর্তৃপক্ষ কিছু দিন আগে নতুন নির্দেশ জারি করে জানায়, পুরুষ বা মহিলা কেউই আর মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবে না। এই নির্দেশের পর মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়তে থাকে। শুক্রবার সকালে শতাধিক লোক সব বাধা ভেহে মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েন। দুপুরে মন্দিরের ট্রাস্টি বোর্ডের তরফে শালিনী লান্ডে জানান, মন্দিরে মহিলাদের প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হচ্ছে। এর পর থেকে কোনও মহিলা শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে চাইলে বাধা দেওয়া হবে না। তবে মহিলাদের ওই মন্দিরে আসতে উৎসাহও দেওয়া হবে না, জানান তিনি।

আরও পড়ুন:

বিহারে মদ বন্ধ হয়ে তৃষ্ণায় ছাতি ফাটছে ‘ভগবান’-এরও!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE