সাড়ে তিন মাস আগেই এক মঞ্চে দেখা গিয়েছিল দুই তুতো ভাইকে। ১৮ বছর পরে আবার পাশাপাশি দাঁড়িয়ে, ‘হিন্দি আগ্রাসনের’ বিরুদ্ধে মরাঠী অস্মিতাকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তাঁরা। প্রথম জন, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে। দ্বিতীয় জন, তাঁর তুতো ভাই তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রতিষ্ঠাতা-প্রধান রাজ ঠাকরে।
এ বার রাজ-উদ্ধবের যৌথ কর্মসূচিতে শামিল হচ্ছেন মহারাষ্ট্রের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি (শরদ) প্রধান শরদ পওয়ার। তবে হিন্দিবিরোধী আন্দোলন নয়, শনিবার রাজধানী মুম্বইয়ে ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে যৌথ সমাবেশ করবেন তাঁরা। কংগ্রেস, পিডব্লিউপি এবং বাম দলগুলির নেতারাও যোগ দেবেন সেই কর্মসূচিতে। মরাঠী রাজনীতিতে এই ঘটনা বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ীর সম্প্রসারণের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, বৃহন্মুম্বই পুরভোটের আগে এই বিরোধী ঐক্য মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত)-এর শাসকজোটকে চাপে ফেলতে পারে।
আরও পড়ুন:
শরদ বৃহস্পতিবার রাজ-উদ্ধবকে নিয়ে ওয়াইবি চহ্বাণ সেন্টারে শনিবারের কর্মসূচির প্রস্তুতি বৈঠক করেন। সেখানে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সপকাল, পিডব্লিপি প্রধান জয়ন্ত পাতিল এবং বাম নেতারা হাজির ছিলেন। বৈঠকের পরে জানানো হয়, প্রতিবাদ মিছিল নিয়ে দক্ষিণ মুম্বাইয়ের ফ্যাশন স্ট্রিট থেকে বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) সদর দফতরে যাবেন শরদ, উদ্ধব, রাজেরা। বিরোধী জোটের অভিযোগ, পুরসভা নির্বাচনকে মাথায় রেখে প্রায় ৯৬ লক্ষ ভুয়ো ভোটার যুক্ত করা হয়েছে ভোটার তালিকায়! নির্বাচন কমিশনের প্রত্যক্ষ মদতে ভোটচুরির ‘নীল নকশা’ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন বৈঠকে হাজির প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ন্ত।
আরও পড়ুন:
ঘটনাচক্রে, ষাটের দশকে হিন্দুত্ববাদী আদর্শ এবং মরাঠি মানুষের স্বার্থরক্ষার অঙ্গীকার করে প্রয়াত বালাসাহেব যে ‘শিবসেনা’ গড়েছিলেন, তার নাম এবং নির্বাচনী প্রতীক ‘তিন-ধনুক’ তাঁর পুত্র উদ্ধব বা ভ্রাতুষ্পুত্র রাজের দখলে নেই। বালাসাহেব জমানায় দলের দ্বিতীয় সারির নেতা একনাথ শিন্ডে তিন বছর আগে বিজেপির মদতে তা করায়ত্ত করেছেন। গত নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল বলছে, শিবসেনার ভোটব্যাঙ্কের বড় অংশও শিন্ডেসেনার দখলে। এই আবহে গত জুলাইয়ে এক মঞ্চে এসে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছিলেন রাজ-উদ্ধব। এনসিপি (শরদ), কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলিও এ বার সেই উদ্যোগে শামিল হল।