মাদক-কাণ্ডে ধৃত শাহরুখ-তনয় আরিয়ান খানের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা শশী তারুর। ওই ঘটনায় তদন্তকারী সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি)-র হাতে আরিয়ানের গ্রেফতারির পর যাঁরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তাঁদের খোঁচাও দিয়েছেন। সেই উচ্ছ্বাসকে ‘ভূতের নৃত্য’ বলে কটাক্ষও করেন তারুর।
সোমবার তারুর টুইটারে লেখেন, ‘আমি মাদক অনুরাগী নই, কখনও তা হওয়ার চেষ্টাও করিনি। কিন্তু শাহরুখের ছেলের গ্রেফতারির ঘটনার পরে যাঁরা ডাইনি শিকারে নেমেছেন, ভূতের নৃত্য শুরু করেছেন, তাঁদের দেখে আহত হয়েছি। কিছুটা সহানুভূতি দেখান। মানুষের আচরণ ভাল নয়। আনন্দের চোটে একটি ২৩ বছরের তরুণের মুখ ঘষে দেওয়ার কোনও প্রয়োজন নেই।’