Advertisement
E-Paper

গুলাম আলির পর প্রাক্তন পাক মন্ত্রীর বইপ্রকাশেও কোপ শিবসেনার

গুলাম আলির পর এ বার শিবসেনার কোপে প্রাক্তন পাক মন্ত্রী। দিন কয়েক আগেই তাদের হুমকিতে মুম্বই ও পুণেতে বন্ধ করে দিতে হয়েছিল গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান। এ বার পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর বইপ্রকাশ অনুষ্ঠান বাতিলেরও হুমকি দিল বিজেপি-শরিক শিবসেনা। যার জেরে এক ধাক্কায় আরও বাড়ল বিজেপি সরকারের অস্বস্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৫ ১৫:২৮
প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি। এএফপির-তোলা ফাইল চিত্র।

প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি। এএফপির-তোলা ফাইল চিত্র।

গুলাম আলির পর এ বার শিবসেনার কোপে প্রাক্তন পাক মন্ত্রী। দিন কয়েক আগেই তাদের হুমকিতে মুম্বই ও পুণেতে বন্ধ করে দিতে হয়েছিল গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান। এ বার পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর বইপ্রকাশ অনুষ্ঠান বাতিলেরও হুমকি দিল বিজেপি-শরিক শিবসেনা। যার জেরে এক ধাক্কায় আরও বাড়ল বিজেপি সরকারের অস্বস্তি।

আগামী ১২ অক্টোবর মুম্বইয়ের ওরলিতে নেহরু সেন্টারে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি-র বই ‘নাইদার হক নর আ ডাভ: অ্যান ইনসাইডার অ্যাকাউন্ট অব পাকিস্তানস ফরেন রিলেশনস’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে। আয়োজকেরা জানিয়েছেন, বইপ্রকাশের পর একটি আলোচনাসভাও হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শহরের বিশিষ্টজনেরা। কিন্তু, তা বাতিল করার হুমকি দিয়ে শনিবার সেনা জানিয়েছে, আয়োজকেরা অনুষ্ঠান বন্ধ না করলে তাঁরা নিজেরা‌ই তা ভণ্ডুল করে দেবেন। দলের নেতা আশিস চেম্বুরকর অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়ে নেহরু সেন্টারের ডিরেক্টরকে একটি চিঠিও দিয়েছেন। চেম্বুরকরের দাবি, অনুষ্ঠান হল কর্তৃপক্ষ তা বাতিলের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। ঘটনার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের দ্বারস্থ হয়েছে অনুষ্ঠানের আয়োজক সংস্থা ‘দ্য অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন মুম্বই’ (ওআরএফ)। রাজ্য সরকারের কাছে কাসুরি-র নিরাপত্তার দাবি জানিয়েছে তারা। ওআরএফ-এর চেয়ারম্যান সুধীন্দ্র কুলকার্নি বলেন, “এই বহুচর্চিত বইতে দু’দেশের মধ্যে শান্তিপূর্ণ ভাবে সহযোগিতার বন্ধনের কথাই উল্লেখ করেছেন কাসুরি। ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক সহজ করার ক্ষেত্রে আমাদের সামান্য অবদান রাখাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।”

shiv sena Khurshid Mahmud Kasuri Khurshid Mahmud Kasuri book neither hawk nor a dove gulam ali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy