তৃণমূল নয়। এনসিপি ও শিবসেনা গোয়ায় কংগ্রেসের সঙ্গে মিলে জোট করে নির্বাচনে নামতে চাইছে।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে গিয়ে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করেছিলেন। শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা না হলেও আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তার পরে গোয়ায় তৃণমূল, এনসিপি, শিবসেনা হাত মেলাতে পারে বলে জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু শিবসেনার সেনা সঞ্জয় রাউত এখন গোয়ায় গিয়ে রাজ্যের কংগ্রেস ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তাঁর বক্তব্য, মহারাষ্ট্রে যেমন শিবসেনা, এনসিপি, কংগ্রেসের জোট— মহা বিকাশ আঘাড়ী তৈরি হয়েছে, গোয়ায় তেমনই জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
কংগ্রেস যথেষ্ট শক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে না, এই প্রচার করে গোয়ায় নিজেদেরই প্রধান প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছিল তৃণমূল। সেই কংগ্রেসের পাশে এখন শিবসেনা, এনসিপি গিয়ে দাঁড়ানোয় তৃণমূল নেতারা বলছেন, এ সবে তাঁদের কিছু যায় আসে না। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘মহারাষ্ট্রে তিনটি দল মিলে সরকার চালায়। পশ্চিমবঙ্গের তৃণমূলের একাই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই আমাদের অন্য কোনও দলের সঙ্গে চলার বাধ্যবাধকতা নেই। প্রয়োজনও নেই।’’