Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Shiv Sena

Maharashtra: শিবসেনার ৫৫ বিধায়কের মধ্যে ৫৩ জনকেই শোকজের নোটিস, তালিকায় নেই উদ্ধব-পুত্র আদিত্য

হুইপ অমান্যের জেরে শিবসেনার ৫৩ বিধায়ককে শোকজের নোটিস দেওয়া হল। এই বিধায়কদের মধ্যে ৩৯ জন শিন্ডে শিবিরের। বাকি ১৪ জন উদ্ধব বাহিনীর।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১২:৫৩
Share: Save:

মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড়। শিবসেনার ৫৫ জন বিধায়কের মধ্যে ৫৩ জনকেই শোকজের নোটিস দিলেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি রাজেন্দ্র ভাগওয়াত। এই বিধায়কদের মধ্যে ৩৯ জন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরের। বাকি ১৪ জন উদ্ধব বাহিনীর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৩ জুলাই স্পিকার নির্বাচন ও ৪ জুলাই আস্থা ভোটে হুইপ অমান্য করা নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। সেই সঙ্গে বিধায়ক পদ বাতিলের দাবি জানিয়েছে। তার জেরেই শোকজের নোটিস দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিধায়কদের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, শিন্ডে শিবিরের পক্ষ থেকে উদ্ধব-পুত্র আদিত্যর নামে কোনও অভিযোগ জানানো হয়নি। উল্লেখ্য, আস্থা ভোটে শিন্ডের সমর্থনে ভোট দেওয়ার যে হুইপ জারি করেছিলেন মুখ্য সচেতক ভরত গোগাওয়ালে, সেই হুইপ আদিত্য মানেননি। কিন্তু তার পরও বালাসাহেব ঠাকরের কথা ভেবে উদ্ধব-পুত্রের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না বলে আগেই জানিয়েছিল শিন্ডে শিবির।

সম্প্রতি মহারাষ্ট্রে পালাবদল ঘটেছে। উদ্ধব সরকারের পতন হয়েছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মসনদে বসেছে একনাথ শিন্ডের সরকার। টানাপড়েনের পর গত সপ্তাহে আস্থা ভোটে বড় ব্যবধানে জয়ী হয় শিন্ডে-বিজেপি সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE