Advertisement
E-Paper

মেয়েদের সেরা কর্মক্ষেত্র সিকিম, সবচেয়ে খারাপ দিল্লি-অসম-পশ্চিমবঙ্গ

এ দেশে মেয়েদের কর্মক্ষেত্র হিসেবে নিকৃষ্টতম জায়গার তকমা জুটল রাজধানী দিল্লির। আর সেরা রাজ্য সিকিম। এমনই বলছে সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট। পশ্চিমবঙ্গের স্থান একদম তলার দিকে, দিল্লির থেকে মাত্র দু’ধাপ উপরে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২০
কর্মক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের হার গোটা পৃথিবীতে সবচেয়ে কম ভারতে। বলছে সমীক্ষা। —ফাইল চিত্র।

কর্মক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের হার গোটা পৃথিবীতে সবচেয়ে কম ভারতে। বলছে সমীক্ষা। —ফাইল চিত্র।

এ দেশে মেয়েদের কর্মক্ষেত্র হিসেবে নিকৃষ্টতম জায়গার তকমা জুটল রাজধানী দিল্লির। আর সেরা রাজ্য সিকিম। এমনই বলছে সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট। পশ্চিমবঙ্গের স্থান একদম তলার দিকে, দিল্লির থেকে মাত্র দু’ধাপ উপরে।

নজর কাড়া এই রিপোর্ট যৌথ ভাবে প্রকাশ করেছে দুই মার্কিন শীর্ষস্থানীয় সমাজ-অর্থনৈতিক গবেষণা সংস্থা- সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এবং নাথান অ্যাসোসিয়েটস।

চারটি মানদণ্ডের ভিত্তিতে এই গবেষণা চালানো হয়েছে।

১. কল কারখানায়, খুচরো ব্যবসা ক্ষেত্রে এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে মেয়েদের কাজের সময়ের উপর কোনও আইনি বিধিনিষেধ আছে কি না, থাকলে কতটা।

২. কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হেনস্থা এবং অন্য ধরনের হয়রানি ঠেকাতে সরকারি বা প্রশাসনিক তত্পরতা কতটা।

৩. মোট শ্রমিক কর্মচারীর কত অংশ মহিলা।

৪. মহিলা শিল্পোদ্যোগীদের জন্য সরকারি নীতি এবং সুযোগ-সুবিধা কেমন।

প্রতিটা মানদণ্ডে ১০ পয়েন্ট করে মোট পয়েন্ট ৪০। সিকিম পেয়েছে ২৯.৯। সেরা দশের তালিকায় সিকিমের পরে আছে তেলঙ্গানা (২৮.৫), পুদুচেরি (২৫.৬), কর্নাটক (২৪.৭), হিমাচল প্রদেশ (২৪.২), অন্ধ্রপ্রদেশ (২৪.০), কেরল (২২.২), মহারাষ্ট্র (২১.৪), তামিলনাড়ু (২১.১) এবং ছত্তীসগঢ় (২১.১)।

৮.৫ পয়েন্ট পেয়ে সবচেয়ে নীচে আছে দিল্লি। তার ঠিক উপরে অসম (৯.১)। তার উপরে পশ্চিমবঙ্গ (৯.৮)। এই তিন রাজ্য বাদে ১০-এর কম পয়েন্ট পেয়েছে আর একটি রাজ্য— জম্মু-কাশ্মীর (৯.৯)।

আরও পড়ুন: ২২ বার কোপ, শুধুই দর্শক দিল্লি

সমীক্ষক সংস্থাটির তরফে জানানো হয়েছে, বিস্ময়কর ভাবে দিল্লিতে মহিলাদের জন্য কাজের পরিবেশ কোনও মাপকাঠিতেই সন্তোষজনক নয়। কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হওয়া মহিলাদের সুবিচার পাইয়ে দেওয়ায় ব্যর্থতা, বিভিন্ন ক্ষেত্রের রাতে মহিলাদের কাজ করার উপর বিধিনিষেধ, দিল্লির শিল্প নীতিতে মহিলা শিল্পোদ্যোগী বা ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজের অভাব— এই সব নানা কারণে দিল্লি এই সমীক্ষায় সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে। সমীক্ষকরা আরও জানিয়েছেন, পেশার জগতে মহিলাদের অংশগ্রহণের হারে বিশ্বে সবচেয়ে পিছিয়ে রয়েছে ভারত। মহিলারা পুরুষদের সমান হারে কাজে অংশগ্রহণের সুযোগ পেলে ভারতের জিডিপি আরও ১৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে অন্য এক সমীক্ষায় জানা গিয়েছে।

Women Workplace Sikkim The Best Delhi The Worst
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy