সান্ধ্য অনুষ্ঠান শুরুর আগেই শিলচর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের সমস্ত আসন ভর্তি হয়ে গিয়েছিল। অতিরিক্ত চেয়ার লাগানো হয় ডানে-বামে। মাঝখানে হাঁটাচলার জায়গাটিও চেয়ারে ভরে দেওয়া হয়। তার পরও অনেক লোক দাঁড়িয়ে দরজায় উঁকি দিচ্ছিলেন। শেষে উঠোনে বড় পর্দা লাগিয়ে কোনওক্রমে স্থান সঙ্কুলান করা হয়।
কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে রবিবার সন্ধেয় এমন দৃশ্যই দেখা গেল। শিল্পীরা নাচে-গানে প্রসাদকে স্মরণ করলেন। দর্শকরা নিজেদের উপস্থিতিকেই তুলে ধরলেন শ্রদ্ধার্ঘ হিসেবে।
সৌমিত্রশঙ্কর চৌধুরী, ঋষিকেশ চক্রবর্তী, চন্দন মজুমদারের সঞ্চালনার একটাই থিম— কালিকাপ্রসাদের জীবনপঞ্জি নানা দিক থেকে তুলে ধরা। নাচ-গান-কবিতার অনবদ্য উপস্থাপনা। কালিকার কাকা মধুসূদন ভট্টাচার্যের সাক্ষাৎকারকে সামনে রেখে তাঁর শৈশব, স্কুল-কলেজ, শিল্পী-সংগঠক হয়ে ওঠার মুহূর্তগুলি ক্যামেরায় ফুটিয়ে তুলেছেন পার্থ শীল।