E-Paper

তামিলনাড়ুতে এক সপ্তাহে এসআইআর, কোর্টে বলল কমিশন

এসআইআর-এর প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার থেকে দিল্লিতে রাজ্যগুলির নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার-সহ নির্বাচনী কর্তারা। সেখানেই কমিশন-কর্তারা জানিয়েছিলেন, আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে দেশ জুড়ে এসআইআর করার কথা ঘোষণা করবে কমিশন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০৯:০৫

—প্রতীকী চিত্র।

আগামী এক সপ্তাহের মধ্যে ভোটমুখী তামিলনাড়ুতে ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হবে বলে আজ মাদ্রাজ হাই কোর্টে জানাল নির্বাচন কমিশন। বিহারে ভোটের আগে এই কাজ শুরু হওয়ার পরেই বিতর্কের মুখে নির্বাচন কমিশন জানিয়েছিল, ধাপে ধাপে গোটা দেশে ভোটার তালিকার নিবিড় পর্যালোচনা করা হবে। আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু-সহ পাঁচ রাজ্যে ভোট। তার আগেই ওই সব রাজ্যেও এসআইআর প্রক্রিয়া সেরে ফেলতে চায় কমিশন। সেই লক্ষ্যে আজ, শুক্রবার থেকে নিজেদের ওয়েবসাইটে গোটা দেশের পুরনো এসআইআর তালিকা প্রকাশ করার কাজ শুরু করেছে কমিশন।

এসআইআর-এর প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার থেকে দিল্লিতে রাজ্যগুলির নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার-সহ নির্বাচনী কর্তারা। সেখানেই কমিশন-কর্তারা জানিয়েছিলেন, আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে দেশ জুড়ে এসআইআর করার কথা ঘোষণা করবে কমিশন। এই কারণে যে সব রাজ্যে ভোটারদের ম্যাপিংয়ের কাজ এখনও শেষ হয়নি, তাদের তা দ্রুত সেরে ফেলতে বলেছে কমিশন।

তামিলনাড়ুতে বিজেপির জোট শরিক এডিএমকে-র প্রাক্তন বিধায়ক বি সত্যনারায়ণের দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শুক্রবার এসআইআর প্রসঙ্গটি ওঠে প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বিচারপতি জি আরুল মুরুগনের বেঞ্চে। প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ তাঁর নির্বাচনী কেন্দ্র টি নগর এলাকার ২২৯টি বুথের সম্পূর্ণ এবং স্বচ্ছ তালিকা প্রকাশের জন্য আবেদন জানিয়েছিলেন আদালতের কাছে। মামলার শুনানির সময় কমিশনের তরফে আইনজীবী নিরঞ্জন রাজাগোপালন জানান, দেশ জুড়ে ভোটার তালিকার নিবিড় পর্যালোচনার অংশ হিসেবে তামিলনাড়ুতেও এই কাজ শুরু হবে। বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তামিলনাড়ুর ক্ষেত্রে তা মেনে চলা হবে বলেও জানিয়েছে কমিশন।

প্রধান বিচারপতির বেঞ্চে কমিশনের জানিয়েছে, এসআইআর প্রক্রিয়া শুরু হলে আবেদনকারীর অভিযোগগুলির পর্যালোচনা করা হবে। আদালত শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি রেখে আবেদনকারীকে অতিরিক্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Special Intensive Revision SIR Tamil Nadu

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy