প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কার’ পাওয়া নিয়ে কিছুটা ব্যঙ্গের সুরেই খোঁচা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এ দিন রাহুল গাঁধীকেও টুইটারে এক হাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। টুইটারে স্মৃতি ইরানি লিখছেন, ‘দারুণ! কার কাছ থেকে এই অভ্যর্থনা আসছে, যাঁর বিখ্যাত পরিবার নিজেদেরকেই ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কার পাওয়ার পরই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাহুল গাঁধী। টুইটারে লিখেছিলেন, ‘বিশ্ববিখ্যাত ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কার পাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীকে আমি শুভেচ্ছা জানাতে চাই।’
আর তার পরেই একটু ব্যঙ্গের সুরে টুইটারে রাহুল লেখেন, ‘এই পুরস্কার আসলে এতটাই বিখ্যাত যে, এর কোনও জুরি নেই, আগে কখনও কাউকে দেওয়া হয়নি এবং আলিগড়ের একটি অজ্ঞাত কোম্পানি এই পুরস্কার দিয়ে থাকে।’
Rich !!! Coming from a person whose illustrious family decided to confer the ‘Bharat Ratna’ on themselves. https://t.co/ipzyRrXNiX
— Smriti Z Irani (@smritiirani) January 15, 2019
এই টুইট দেখার পরই রাহুল গাঁধীকে টুইটারে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশকে অসাধারণ নেতৃত্ব দেওয়ার জন্য মোদীকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, ‘ভারতের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা, তাঁর অদম্য শক্তি দেশের সামাজিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত অগ্রগতি ঘটাতে সাহায্য করেছে।’
আরও পড়ুন: কুম্ভে পুণ্যস্নানের ছবি শেয়ার করে কী লিখলেন স্মৃতি ইরানি?
আরও পড়ুন: মধ্যবিত্তের মন পেতে কি এ বার আয়করে ছাড়?
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)