সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। তখনই বিপত্তি। সেখানে এসে পড়ে একটি সাপ। হইচই শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী অবশ্য এ সবে বিচলিত হননি। শান্ত ভাবেই চালিয়ে যান সাংবাদিক বৈঠক।
ভিডিয়োতে দেখা গিয়েছে, সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বঘেল। তখন সেখানে হাজির হয় একটি সাপ। মুখ্যমন্ত্রীর আশপাশে যাঁরা ছিলেন, চিৎকার শুরু করেন। তাঁর নিরাপত্তারক্ষীরাও বিচলিত হয়ে পড়েন। বঘেল অবশ্য এ সবে মাথা ঘামাননি। শান্ত ভাবে তাঁকে বলতে শোনা যায়, ‘‘মেরো না। মেরো না। ওটা হেলে সাপ।’’ বাকিদের উদ্বিগ্ন হতেও বারণ করেন তিনি।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে পশুপ্রেমী সংগঠনগুলি। সাপটিকে না মারা যে নির্দেশ তিনি দিয়েছেন, তাতে খুশি অনেকেই।