পঞ্জাবে এক নেটপ্রভাবীর দেহ উদ্ধার হল গাড়ির ভিতর থেকে। বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাঁড় করানো একটি গাড়ির পিছনের আসন থেকে ওই নেটপ্রভাবীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় রহস্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই নেটপ্রভাবীর নাম কমল কউর। তাঁর দেহ উদ্ধার হয়েছে ভাতিন্ডা-চণ্ডীগড় জাতীয় সড়কের পাশে এক বিশ্ববিদ্যালয় চত্বরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দাঁড় করানো দেখে প্রথমে খুব একটা সন্দেহ হয়নি। কিন্তু গাড়ি থেকে পচা গন্ধ বার হতেই সন্দেহ বাড়ে। তখনই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে গাড়ির দরজা খুলতেই পিছনের আসন থেকে নেটপ্রভাবীর দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, নেটপ্রভাবীর বয়স আনুমানিক ৩০। ভাতিন্ডার পুলিশ সুপার নরেন্দ্র সিংহ বলেন, ‘‘আমরা খবর পাই, একটি বিশ্ববিদ্যালয়ে দাঁড় করানো গাড়ি থেকে পচা গন্ধ বেরোচ্ছে। সেই খবর পেয়ে পুলিশের একটি দল বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে যায়। তার পর গাড়ির ভিতর থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়। তাঁর নাম কাঞ্চন কুমারী ওরফে কমল কউর। তিনি লুধিয়ানার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।’’
পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, গত ৯ জুন বাড়ি থেকে বার হন কমল। বাড়িতে বলে যান, একটি অনুষ্ঠানের জন্য ভাতিন্ডা যাচ্ছেন তিনি। তার পর থেকে পরিবারের সঙ্গে কমলের আর কোনও যোগাযোগ ছিল না। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। যে গাড়ি থেকে কমলের দেহ উদ্ধার হয়েছে, সেই গাড়িটি চালাচ্ছিলেন এক ব্যক্তি। ফুটেজে ধরা পড়েছে, ওই ব্যক্তি গাড়িটি পার্ক করে হেঁটে চলে যান। চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইনস্টাগ্রামে প্রায় ৪ লক্ষ অনুগামী রয়েছেন কমলের। কিন্তু কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে রহস্য বাড়ছে।