সফ্টঅয়্যারের সমস্যা আপাতত মিটেছে। যে সব বিমানের সফ্টঅয়্যার আপগ্রডের প্রয়োজন ছিল, তার মধ্যে বেশির ভাগেরই তা হয়ে গিয়েছে বলে জানাল ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। ফলে পরিষেবার জন্য একেবারে প্রস্তুত সেই উড়ানগুলি।
ডিজিসিএ রবিবার জানিয়েছে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এ৩২০ গোত্রের ৩৩৮টি বিমানে সফ্টঅয়্যার আপ়়ডেটের প্রয়োজন ছিল। তার মধ্যে ৩২৩টি বিমানের সফ্টঅয়্যার আপডেট হয়ে গিয়েছে। ইন্ডিগোর ২০০টি উড়ানের সফ্টঅয়্যার আপডেট সম্পন্ন হয়েছে। এয়ার ইন্ডিয়ার ১১৩টি উড়ানের মধ্যে ১০০টির সফ্টঅয়্যারের কাজ শেষ হয়েছে। বাকি ১৩টি উড়ানের মেরামতের কাজ চলছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২৩টি বিমানের সফ্টঅয়্যারের সমস্যা মিটেছে।
আরও পড়ুন:
শনিবারই বিবৃতি দিয়ে ভারতের বিমান সংস্থাগুলি জানিয়েছিল যে, এয়ারবাসের উড়ানগুলিতে সফ্টঅয়্যার আপডেট না হলে দেশ জুড়ে ব্যাহত হতে পারে উড়ান পরিষেবা। এয়ারবাস জানিয়েছে, তাদের এ৩২০ গোত্রের বিমানগুলিতে যে সফ্টঅয়্যার ব্যবহার করা হয়, তার তথ্য নষ্ট হয়ে যেতে পারে সৌর বিকিরণের কারণে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট বিমানগুলিকে পরীক্ষার জন্য পাঠানো দরকার। তার পরই দেশের তিন বিমান সংস্থা তাদের উড়ানগুলির সফ্টঅয়্যার আপডেটের জন্য পাঠায়। ফলে পরিষেবা বিঘ্নিত হয়। তবে রবিবার বিবৃতি দিয়ে ডিজিসিএ জানাল, তিন বিমান সংস্থার ৩৩৮টি বিমানের মধ্যে ৩২৩টি বিমানের সফ্টঅয়্যার আপডেট হয়েছে।