Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Soldier Arrested

বিমানবন্দরে জওয়ানের ব্যাগে তাজা গ্রেনেড!

গোপাল মুখিয়া। বাড়ি দার্জিলিঙে। কাজ করেন জম্মু-কাশ্মীর রাইফেল্‌স-এর ১৭ নম্বর ব্যাটেলিয়নে। সোমবার শ্রীনগর থেকে তাঁর বিমানে দিল্লি আসার কথা ছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১১:৩৩
Share: Save:

গোপাল মুখিয়া। বাড়ি দার্জিলিঙে। কাজ করেন জম্মু-কাশ্মীর রাইফেল্‌স-এর ১৭ নম্বর ব্যাটেলিয়নে। সোমবার শ্রীনগর থেকে তাঁর বিমানে দিল্লি আসার কথা ছিল। কিন্তু, সিকিউরিটি চেকিং-এর সময়ে তাঁর ব্যাগে পাওয়া যায় দু’টি তাজা গ্রেনেড! এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে সংযোগ, কাশ্মীরের জেল থেকে উদ্ধার প্রচুর স্মার্টফোন!

ব্যাগে তাজা গ্রেনেড নিয়ে বিমানে উঠতে গিয়েই গ্রেফতার হন ওই জওয়ান। আপাতত অ্যান্টি-হাইজ্যাকিং স্কোয়াডের হেফাজতে রয়েছেন ধৃত ওই জওয়ান। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ধৃত গোপাল মুখিয়া। ছবি: এএফপি।

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর গিয়েছিলেন। ফলে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল শ্রীনগর বিমানবন্দরে। এর পরেই আজ ওই জওয়ানের ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধার হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE