Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জঙ্গি সংঘর্ষে জখম জওয়ান

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জখম হলেন আসাম রাইফেলসের তিন জওয়ান। অরুণাচলপ্রদেশের ঘটনা। সেনা মুখপাত্র কর্নেল চিরঞ্জিৎ কোঁয়র জানান, চাংলাং জেলায় মায়ানমার সীমান্তের কাছে আসাম রাইফেলসের টহলদার বাহিনীর উপরে আক্রমণ চালায় সন্দেহভাজন এনএসসিএন খাপলাং বাহিনীর জঙ্গিরা।

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০২:৫৪
Share: Save:

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জখম হলেন আসাম রাইফেলসের তিন জওয়ান। অরুণাচলপ্রদেশের ঘটনা। সেনা মুখপাত্র কর্নেল চিরঞ্জিৎ কোঁয়র জানান, চাংলাং জেলায় মায়ানমার সীমান্তের কাছে আসাম রাইফেলসের টহলদার বাহিনীর উপরে আক্রমণ চালায় সন্দেহভাজন এনএসসিএন খাপলাং বাহিনীর জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে তিন জওয়ান জখম হন। জওয়ানরাও পাল্টা গুলি চালান। বেশ কিছু ক্ষণ গুলির লড়াইয়ের পরে জঙ্গিরা পালায়। আবার সোমবারই মণিপুর রাইফেলসের চার জওয়ানের অস্ত্র ছিনিয়ে নিয়েছে নাগা জঙ্গিরা। জঙ্গি হানা থেকে বাঁচাতে মণিপুর রাইফেলসের প্রহরায় জিরিবাম থেকে ইম্ফলের উদ্দেশে পাঠানো হয়েছিল খাদ্য নিগমের ট্রাক। প্রহরার দায়িত্বে থাকা ২ নম্বর মণিপুর রাইফেলসের চার জওয়ান যখন তামেংলংয়ে বরাক সেতুর কাছে একটি হোটেলে খাচ্ছিলেন, তখনই সশস্ত্র নাগা জঙ্গিদের বিরাট বাহিনী তাঁদের ঘিরে ফেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

militants Soldier clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE