জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। সন্ত্রাসবাদী সংগঠন জইশ-এ-মহম্মদ (জেইএম)-এর অন্তত চার জন সদস্যকে কোণঠাসা করে ফেলা গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। যদিও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই বিষয়ে সেনার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।
জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার রাত থেকেই উধমপুর জেলায় অভিযানে নামে সেনা। সেনার হোয়াইট নাইট কোরের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়, “জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে।” জানানো হয়, সেনার অভিযান চলছে ডোডা-উধমপুর সীমানায়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই (এনকাউন্টার)-এ আহত হয়েছেন এক জওয়ান।
আরও পড়ুন:
জানা গিয়েছে, উধমপুরের ডুডু বসন্তগড়ে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল। তার পরেই অভিযানে নামে সেনার স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং পুলিশের যৌথ বাহিনী। উল্টো দিক থেকে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। প্রসঙ্গত, গত ২৬ জুন এই এলাকাতেই সেনার গুলিতে নিহত হন জইশের শীর্ষস্থানীয় কমান্ডার হায়দর। তার আগে চার বছর ধরে ওই এলাকায় সক্রিয় ছিলেন হায়দর।