Advertisement
২৫ এপ্রিল ২০২৪
India China Border

India-China: অরুণাচলে চিন সীমান্তে নিখোঁজ ভারতীয় সেনার দুই জওয়ান, ১৪ দিন ধরে কোনও সন্ধান নেই

সেনার তরফে এক নিখোঁজ সেনার পরিবারকে ফোন করে জানানো হয়েছে, তারা মনে করছে, ওই দু’জন সম্ভবত নদীতে ডুবে গিয়েছেন। যদিও তা মানতে নারাজ পরিবার।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০২২ ২২:০৬
Share: Save:

অরুণাচলে ভারত-চিন সীমান্তে কর্তব্যরত দুই সেনা জওয়ান নিখোঁজ। গত ১৪ দিন ধরে তাঁদের কোনও সন্ধান মিলছে না। গত ২৮ মে থেকে কোনও খোঁজ মিলছে না হরেন্দ্র নেগি ও প্রকাশ সিংহ রানার। তাঁরা অরুণাচলের ভারত-চিন সীমান্তের থাকলা পোস্টে কর্মরত ছিলেন।

প্রকাশের স্ত্রী জানিয়েছেন, তাঁর কাছে সেনার তরফে দু’টি ফোন এসেছিল। প্রথম ফোনটি আসে ২৯ মে। সে দিন তাঁকে জানানো হয়, ২৮ মে থেকে তাঁর স্বামীর কোনও খোঁজ মিলছে না। দ্বিতীয় ফোনটি আসে ৯ জুন, সে দিন বলা হয়, সেনা মনে করছে, দু’জন জওয়ানই নদীতে ডুবে গিয়েছেন।

যদিও হরেন্দ্রর স্ত্রী পুনম তাঁর স্বামীর নদীতে ডুবে যাওয়ার তত্ত্বে বিশ্বাস করতে পারছেন না। তাঁর প্রশ্ন, দু’জন মানুষ নদীতে ডুবে যাবেন, কেউ টের পেলেন না? সূত্রের খবর, হরেন্দ্র ও পুনমের এক বছরের একটি শিশু সন্তান আছে।

শুক্রবার প্রকাশের পরিবারের সঙ্গে দেখা করেন উত্তরাখণ্ডের সাহসপুরের বিজেপি বিধায়ক সহদেব সিংহ পুন্ডির। নিখোঁজ সেনার সৈনিক কলোনির বাড়িতে গিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে সহদেব বলেন, ‘‘আমি প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন।’’ নিখোঁজ জওয়ানের ব্যাপারে সমস্ত তথ্য কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রীকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE