মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুনের ঘটনায় ধরা পড়েছেন নববধূ সোনম রঘুবংশী-সহ পাঁচ জন। ধৃতদের মধ্যে রয়েছেন সোনমের চর্চিত ‘প্রেমিক’ রাজ সিংহ কুশওয়াহাও। সেই ঘটনার তদন্তে এ বার উঠে এল নয়া তথ্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোটি কোটি টাকার সানমাইকার ব্যবসা রয়েছে রঘুবংশী পরিবারের। ইনদওরের সাঁওয়ার রোড শিল্পাঞ্চলে সানমাইকা তৈরির একটি কারখানাও রয়েছে সোনমের বাবা দেবী সিংহ রঘুবংশীর। সেই কারখানা থেকে বার্ষিক মুনাফা হয় প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা। সেই কারখানাতেই কর্মচারী হিসাবে কাজ করতেন সোনমের ‘প্রেমিক’ রাজ। কারখানার সুপারভাইজ়ার হিসাবে কাজ করার জন্য মাসে ২০,০০০ টাকা বেতন পেতেন তিনি। অন্য দিকে, সোনমের স্বামী রাজা রঘুবংশীর পরিবারেরও ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে। ইনদওরে ‘রঘুবংশী ট্রান্সপোর্ট’ নামে পরিবহণের ব্যবসা তাঁদের। রাজারা তিন ভাই মিলে যৌথ উদ্যোগে ওই ব্যবসা সামলাতেন।
উঠে এসেছে ‘ভাড়াটে খুনি’-র তত্ত্বও। পুলিশ সূত্রে খবর, স্বামীকে খুন করার জন্য ‘ভাড়াটে খুনি’দের ২০ লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন সোনম। এমনকি, ‘প্রেমিক’কে এও আশ্বাস দিয়েছিলেন, বিধবা হলে তাঁকেই বিয়ে করবেন। তবে কি ২০ হাজার টাকা থেকে একবারে ২০ লক্ষ টাকা পেতেই রাজা-খুনে সোনমকে মদত দিয়েছিলেন রাজ? না কি পেতে চেয়েছিলেন সোনমকেই? পুলিশকে ভাবাচ্ছে সে সব প্রশ্নও।
আরও পড়ুন:
যদিও এ সব অভিযোগ অস্বীকার করেছে রাজের পরিবার। রাজের মায়ের কথায়, ‘‘ছেলে কখনওই এমন কাজ করতে পারে না। সোনম ও তার পরিবার কাজের জন্য ফোন করত। ওদের কোনও সম্পর্ক ছিল না।’’ তিনি আরও জানান যে, রাজের বয়স মাত্র ২০ বছর, সবেমাত্র দশম শ্রেণী পাশ করেছে সে। রাজের বন্ধু রাহুল রাজপুত বলেন, ‘‘সোনমকে ‘দিদি’ বলে ডাকত রাজ। দু’-এক বার রাখিও বাঁধতে এসেছিল সোনম। আমরা বিশ্বাস করি না যে ও এটা করতে পারে।’’
মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুনের অভিযোগে ১৭ দিন পর উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেফতার হয়েছেন সোনম। ১১ মে বিয়ে হয়েছিল তাঁদের। ১৯ মে মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ে রওনা দেন নবদম্পতি। সেখানে পৌঁছোনোর দু’দিন পর, অর্থাৎ ২৩ মে দু’জনেই নিখোঁজ হয়ে যান। তার পর থেকে রাজা-সোনমের খোঁজ চালাচ্ছিল শিলং পুলিশ। গত ২ জুন সোহরায় (চেরপুঞ্জি) দেহ মেলে রাজার। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি তত্ত্ব উঠে আসে। তার মধ্যে একটি হল অপহরণের তত্ত্ব। কিন্তু শেষমেশ এই ঘটনায় সোনমের ‘প্রেমিক’ রাজ গ্রেফতার হতেই রাজাকে খুনের বিষয়টি প্রকাশ্যে আসে। তার পর উত্তরপ্রদেশের গাজ়িপুরের একটি ধাবা থেকে সোমবার গ্রেফতার করা হয় সোনমকে।