মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে ১৭ দিন পর উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেফতার হয়েছেন স্ত্রী সোনম রঘুবংশী। মাত্র ন’দিন আগেই বিয়ে হয়েছিল ইনদওরের ওই যুগলের। সেই ঘটনার তদন্তে উঠে এসেছে নয়া সূত্র। জানা গিয়েছে, বিয়ের আগে থেকেই রাজ সিংহ কুশওয়াহা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনমের। তার পর থেকেই দানা বাঁধছে নানা জল্পনা, কে এই রাজ? কী ভাবেই বা সোনমের সঙ্গে পরিচয়? রাজা-খুনে রাজের হাত রয়েছে কি না, সে প্রশ্নও উঠছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনমকে জিজ্ঞাসাবাদে রাজ নামে ওই যুবকের নাম উঠে এসেছে। ইতিমধ্যে তাঁকে গ্রেফতারও করা হয়েছে। পূর্ব খাসি পুলিশের সুপার বিবেক সায়ম জানিয়েছেন, বিয়ের আগে থেকেই রাজের সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। এমনকি, রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ের পরেও দু’জনের যোগাযোগ ছিল। পারিবারিক সূত্রে সোনমদের সানমাইকার ব্যবসা ছিল। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেখানে কর্মচারী হিসাবে কাজ করতেন ২১ বছর বয়সি রাজ। সেই সূত্রেই আলাপ হয়েছিল দু’জনের। প্রায়ই তাঁদের ফোনে কথা হত। এমনকি, রবিবারও সোনমদের গুদামে কাজে এসেছিলেন রাজ।
আরও পড়ুন:
গত ১৯ মে বিয়ে হয়েছিল রাজা ও সোনমের। দুই পরিবারে আনন্দের সীমা ছিল না। বিয়ের পর দিন নবদম্পতি মধুচন্দ্রিমার জন্য রওনা দেন। এর দিন কয়েক পরেই দেহ মেলে রাজার। ওই ঘটনার ১৭ দিন পর সোমবার সোনম, রাজ-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, প্রেমিক রাজের সঙ্গে মিলেই ভাড়াটে খুনির সাহায্যে স্বামীকে খুন করিয়েছিলেন সোনম। তার পর গা-ঢাকা দিয়েছিলেন নিজেও।
যদিও এ সব দাবি অস্বীকার করেছেন সোনমের বাবা দেবী সিংহ। তিনি জানিয়েছেন, তাঁদের সংস্থায় রাজ নামে এক তরুণ কাজ করেন, তবে ওই যুবক তাঁর মেয়ের প্রেমিক নন। সংবাদ সংস্থা পিটিআইকে দেবী বলেন, ‘‘আমার মেয়ের নামে মিথ্যা অভিযোগ এনে ওকে ফাঁসানো হচ্ছে।’’ পুলিশও এর সঙ্গে জড়িত বলে দাবি করেছেন সোনমের বাবা। এ বিষয়ে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।