ক্রমাগত হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া, অভ্যন্তরীণ দ্বন্দ্বে দীর্ণ কংগ্রেসকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিলেন সভানেত্রী সনিয়া গাঁধী। আর তাতেই সুর বাঁধা হয়ে গেল রাজস্থানের উদয়পুরে তিন দিনের চিন্তন শিবিরের। সনিয়া বললেন, ‘‘আজ আমরা যা কিছু, সবই কংগ্রেস পার্টির জন্য। আজ সময় এসেছে সেই ঋণ শোধ করার।’’ পাশাপাশি তীব্র আক্রমণ শানালেন বিজেপিকেও।
সনিয়া বলেন, ‘‘কংগ্রেস ঐতিহাসিক ভাবে দেশের কল্যাণের স্বার্থে কাজ করে এসেছে। আজ সেই দলের সামনে অভূতপূর্ব পরিস্থিতি। তার কারণ ভারতীয় জনতা পার্টি এবং তার জন-বিরোধী নীতি।’’ সনিয়ার আহ্বান, ‘‘এই পরিস্থিতিতে দলকে প্রয়োজনীয় কিছু বদলের মধ্যে দিয়ে আরও সময়োপযোগী হয়ে উঠতে হবে।’’