Advertisement
E-Paper

গো-তাণ্ডব নিয়ে সংসদে সরব সৌগত

উত্তেজনার বশে তিন বার সৌগতবাবুকে ‘তথাগত’ বলে ডেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রিজিজু বললেন, ‘‘দাদা, আপনার নাম আমি ভুলে যাই! অধিবেশন কক্ষের বাইরে দেখা হলে আপনি কী সুন্দর ব্যবহার করেন। কিন্তু ভিতরে এলেই কংগ্রেসের পাল্লায় পড়ে বিগড়ে যান কেন!’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ০৩:৫৩
সৌগত রায়। ছবি: সংগৃহীত

সৌগত রায়। ছবি: সংগৃহীত

গো-তাণ্ডব নিয়ে লোকসভার অন্দরেই তাণ্ডব! চলতি অধিবেশনে এই প্রথম তৃণমূলও খড়্গহস্ত বিজেপির বিরুদ্ধে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হল দুই কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া এবং কিরেণ রিজিজু-র।

উত্তেজনার বশে তিন বার সৌগতবাবুকে ‘তথাগত’ বলে ডেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রিজিজু বললেন, ‘‘দাদা, আপনার নাম আমি ভুলে যাই! অধিবেশন কক্ষের বাইরে দেখা হলে আপনি কী সুন্দর ব্যবহার করেন। কিন্তু ভিতরে এলেই কংগ্রেসের পাল্লায় পড়ে বিগড়ে যান কেন!’’

আজ গো-তাণ্ডব নিয়ে আলোচনায় শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন সৌগতবাবু। সঙ্গে সঙ্গত করেন তৃণমূলের আর এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা চিৎকার শুরু করে বিজেপি বেঞ্চ। উত্তেজনা চরমে পৌঁছয়, যখন গোরক্ষা কমিটি, বজরং দলের সদস্যদের কটাক্ষ করে একটি শব্দ বললে বিজেপি সদস্যরা ক্ষুব্ধ হয়ে সেটি বাদ দেওয়ার দাবি তোলেন। প্রবল হট্টগোলের মধ্যে ওই শব্দটি অধিবেশনের রেকর্ড থেকে বাদ দেন স্পিকার। তখনও নাছোড় সৌগতবাবুর বক্তব্য, ‘‘ঠিক আছে, বাঁদরকে আর বাঁদর বলব না আমি!’’

আরও পড়ুন: ফের জিতবেন মোদীই, দৃঢ় বিশ্বাস নীতীশের

সৌগতবাবু পরিসংখ্যান দিয়ে বলেন, ‘‘২০১০ থেকে ২০১৭— এই ক’বছরে ৬৩টি গো তাণ্ডবের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৯৭ শতাংশই ঘটেছে ২০১৪ সালের পর। এই ঘটনায় যে ২৮ জন মারা গিয়েছেন, তাঁদের ৮৬ শতাংশ মুসলমান।’’ তাঁর দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এই ঘটনা বেশি ঘটেছে। বিজেপির প্রবল বাধার মধ্যেই সৌগতবাবু গলা চড়িয়ে বলেন, ‘‘আমি শাসক দলের কাছে জানতে চাই, এখানে কি মুসলমানদের থাকার অধিকার নেই।’’

পাল্টা সুর চড়িয়ে পশ্চিমবঙ্গের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া বলেন, ‘‘আপনি যে পত্রিকা থেকে এই পরিসংখ্যান দিচ্ছেন, তার সূত্র কী? সংসদে ওই সূত্র আপনি প্রমাণ করুন।’’ এ সময় কল্যাণ চিৎকার করে অহলুওয়ালিকে ‘বাংলা বিরোধী’ বলায় মন্ত্রীর জবাব, ‘‘আমি বাংলার জামাই। আমাকে বাংলা বিরোধী বলেবন না!’’

দৃষ্টি সরাতে বিজেপি পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সরব হলে তৃণমূলের সঙ্গে তরজা শুরু হয়। সৌগতবাবুর যুক্তি, ‘‘বাংলায় এই ধরনের ঘটনা খুবই কম।’’ দিনের শেষে জবাব দিতে গিয়ে আক্রমণাত্মক রিজিজু সুকৌশলে গো-তাণ্ডবের সঙ্গে গণপিটুনিকে জুড়ে দিয়ে দাবি করেন, পশ্চিমবঙ্গ, কেরল-সহ পাঁচটি রাজ্য এই ধরনের তাণ্ডবের শীর্ষে রয়েছে। এবং এই সব তথ্যই রাজ্য সরকারের থেকে পাওয়া। যদিও রিজিজু-র দাবি উড়িয়ে সৌগতবাবু পরে বলেন, ওরা সব কিছুই তো মিথ্যে বলে। গো-তাণ্ডবের শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোই।

Sougata Ray TMC Cow Vigilantism সৌগত রায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy