Advertisement
০৭ মে ২০২৪

গণনা নিয়ে তৎপর পুলিশ প্রশাসন

ভোটের ফল বেরনোর পর বদরপুর, দক্ষিণ করিমগঞ্জে বড় ধরনের সংঘর্ষ বাঁধতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ০৩:১৮
Share: Save:

ভোটের ফল বেরনোর পর বদরপুর, দক্ষিণ করিমগঞ্জে বড় ধরনের সংঘর্ষ বাঁধতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। সে কারণেই ভোট গণনার সময় থেকে আরম্ভ করে কয়েকটি দিন বারইগ্রাম থেকে নিলামবাজার-সহ বদরপুরের বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার প্রদীপরঞ্জন কর।

গণনা সংক্রান্ত বিষয়ে অবহিত করতে আজ করিমগঞ্জের জেলাশাসক মনোজকুমার ডেকা সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। সেখানে তিনি বলেন, রাতাবাড়ি বিধানসভার ১৯৪টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গণনা হবে ১২টি টেবিলে। অনুরূপ ভাবে পাথারকান্দির ১৯৩টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গণনা হবে ১০টি টেবিলে। দক্ষিণ করিমগঞ্জ আসনে ২০১টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গণনা হবে ১৪টি টেবিলে, উত্তর করিমগঞ্জ আসনের ২১৩টি ভোট গ্রহণ কেন্দ্রের গণনা হবে ১৪টি টেবিলে এবং বদরপুর বিধানসভা কেন্দ্রের ১৭৪টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গণনা হবে ১০টি টেবিলে। ভোট গণনার দিন বাজি-পটকা ফাটানো, বিজয় মিছিল বের করা যাবে না। সেই সঙ্গে মদের দোকানগুলিও বন্ধ রাখা হবে। ভোট গণনা কেন্দ্রের সামনে দলীয় কর্মী সমর্থকদের দাঁড়াতে দেওয়া হবে না বলে জেলাশাসক জানিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলের সমর্থকদের দাঁড়াতে হবে গণনা কেন্দ্রের পিছনে থাকা মাঠের মধ্যে। গণনা কেন্দ্রে মোবাইল ফোন, নেশা জাতীয় সামগ্রী, এমনকী পানীয় জলও নিয়ে ঢুকতে দেওয়া হবে না। ভোট গণনার সময় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য নিরাপত্তা রক্ষীরা সক্রিয় থাকবে বলে করিমগঞ্জের জেলাশাসক জানান।

এ দিকে, ভোট গণনা ও তার পরবর্তী নিরাপত্তার বিষয় নিয়ে করিমগঞ্জের পুলিশ সুপার প্রদীপরঞ্জন কর বলেন, ভোটের ফলাফল নিয়ে কিছু কিছু দুষ্কৃতী গণ্ডগোল বাধানোর পরিকল্পনায় রয়েছে বলে খবর আছে। পুলিশ ওই সব দুষ্কৃতীদের উপর নজর রেখে চলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, প্রয়োজন হলে তাদের গণনার আগের দিন গ্রেফতার করা হতে পারে। সেই সঙ্গে কোনও রাজনৈতিক নেতা, এমনকী কোনও প্রার্থী সমস্যার সৃষ্টি করতে সহায়তা করলে জেলার শান্তি রক্ষার জন্যই সেই ব্যক্তিকে গ্রেফতার করতেও পুলিশ পিছপা হবে না।

পুলিশ সুপার বলেন, ‘‘ভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। মানুষ নিজেদের ভোট দিয়েছেন। কিন্তু কেউ যদি তা নিয়ে জেলায় অশান্তি সৃষ্টি করতে চান তা হলে কোনও ভাবেই তা ক্ষমা করা হবে না।’’ ভোট গণনার দিন থেকে শুরু করে কিছুদিন জাতীয় সড়ক এবং বিশেষ বিশেষ এলাকায় কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। ভোট গণনার দিন করিমগঞ্জের স্টেশন রোডে যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। হাটে-বাজারে যেতে মানুষকে বিকল্প পথ ধরে যাতয়াত করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police force assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE