E-Paper

উপরাষ্ট্রপতি: দলের প্রতি বিশ্বস্ত নেতাকেই চাইছে বিজেপি

বিজেপি নেতৃত্বের বক্তব্য, ধনখড়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বারে দলের কোনও বর্ষীয়ান রাজনীতিককেই উপরাষ্ট্রপতি পদে বসাতে চাইছেন বিজেপি নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ০৯:১১
জগদীপ ধনখড়।

জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।

জগদীপ ধনখড়ের পরে কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি, তা নিয়ে জল্পনায় উত্তাল দিল্লির রাজনৈতিক মহল। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ধনখড়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বারে দলের কোনও বর্ষীয়ান রাজনীতিককেই উপরাষ্ট্রপতি পদে বসাতে চাইছেন বিজেপি নেতৃত্ব। যে ভাবে বিবেকের ডাকে সাড়া দিয়ে ধনখড় রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে শাসক শিবিরকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন, তার যাতে পুনরাবৃত্তি না হয়, সে কারণে দলের প্রতি দ্বিধাহীন আনুগত্য রয়েছে, এমন ব্যক্তিকেই ওই পদে বসাতে চাইছেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা।

নির্বাচন কমিশন গত কাল জানিয়েছে, ধনখড় ইস্তফা দেওয়ার পরে তারা পরবর্তী উপরাষ্ট্রপতি বেছে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। উপরাষ্ট্রপতি পদের যেমন সাংবিধানিক মর্যাদা রয়েছে, তেমনই উপরাষ্ট্রপতির অন্যতম দায়িত্ব হল রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে সংসদের উচ্চকক্ষের কাজ সুষ্ঠু ভাবে উতরে দেওয়া। কিন্তু পোড়া নোট কাণ্ডে ইলাদাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার অপসারণ নিয়ে বিরোধীদের আনা প্রস্তাবে এগোনোর সম্মতি দেওয়ায় সরকারের কোপে পড়ে যান ধনখড়। ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য রাজনাথ সিংহের মতো পুরনো, অভিজ্ঞ, আরএসএস ঘনিষ্ঠ কোনও নেতাকে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দেখতে চাইছে দল। দলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘রাজ্যসভার চেয়ারম্যান পদে আর কোনওপরীক্ষার ঝুঁকি নেবে না দল। দলের একনিষ্ঠ, বর্ষীয়ান কোনও নেতাকেই ওই পদে বসানো হবে।’’ রাজনাথ ছাড়াও দৌড়ে রয়েছেন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এক সময়ে বিজেপির সঙ্গে যুক্ত থাকা ওই মুসলিম নেতা বর্তমানে বিহারের রাজ্যপাল। তাঁকে উপরাষ্ট্রপতি পদে বেছে নেওয়ার মাধ্যমে সমগ্র বিহারবাসীর সঙ্গেই নির্বাচনমুখী বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে পারবে বিজেপি।

একাধিক নাম নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরলে তবেই উপরাষ্টপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। উল্টো দিকে, বিরোধী ইন্ডিয়া শিবিরও আপাতত ‘ধীরে চলো’ নীতি নিয়ে এগোনোর পক্ষপাতী। এনডিএ শেষ পর্যন্ত কাকে প্রার্থী করে, তা দেখে নিতে চাইছেন ইন্ডিয়া নেতৃত্ব। সরকার পক্ষ বিরোধীদের সঙ্গে কথা বলে রাজনাথের মতো কোনও সর্বসম্মত প্রার্থী দাঁড় করানোর চেষ্টা করে কি না, তা-ও দেখে নেওয়ার পক্ষপাতী বিরোধীরা। সূত্রের মতে, একান্তই যদি শাসক দলের পক্ষ থেকে ইতিবাচক বার্তা না আসে, সে ক্ষেত্রে হার নিশ্চিত জেনেও আদর্শের প্রশ্নে প্রার্থী দেবে ইন্ডিয়া জোট।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jagdeep Dhankhar Central Government Vice President

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy