E-Paper

জ়ুবিনের মৃত্যু নিয়ে টানাপড়েন অব্যাহত অসমে

অসম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার দাবি, জ়ুবিনের মৃত্যুতে দোষীদের বিরুদ্ধে আদালতে জামিন-অযোগ্য ধারা প্রয়োগ করে চার্জশিট দিতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ০৯:৩০
প্রয়াত সঙ্গীতশিল্পী জ়ুবিন গর্গ।

প্রয়াত সঙ্গীতশিল্পী জ়ুবিন গর্গ। ফাইল চিত্র।

সরকার ও বিরোধী উভয় পক্ষই বলছে, জ়ুবিন গর্গের মৃত্যু নিয়ে রাজনীতি নয়। আবার কোনও তরফই, জ়ুবিনকে নিয়ে জমি ছাড়তে নারাজ। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ‘আমি জুবিন অনুরাগী, আমরা জুবিন অনুরাগী’ নাম দিয়ে নতুন অভিযানও শুরু করে দিল।

অসম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার দাবি, জ়ুবিনের মৃত্যুতে দোষীদের বিরুদ্ধে আদালতে জামিন-অযোগ্য ধারা প্রয়োগ করে চার্জশিট দিতে হবে। বিচারপ্রক্রিয়া হতে হবে দ্রুত। তিনি জ়ুবিনের ১৯৯৬–৯৭ সালের একটি গান উদ্ধৃত করে বলেন, “জ়ুবিন তখনকার শাসকদের ভণ্ড বলে গান লিখেছিলেন।” প্রশ্ন ওঠে, ১৯৯৬ সালে তো রাজ্যে অগপ-র সরকার ছিল, যারা এখন বিজেপির শরিক দল। তখন শইকিয়া দাবি করেন, “গানটি নিশ্চয়ই তিনি আগের কংগ্রেস আমলের দুর্নীতির অভিজ্ঞতা থেকে লিখেছিলেন।”

বিজেপির আসন্ন প্রচারাভিযান ‘আমি জুবিন অনুরাগী, আমরা জুবিন অনুরাগী’ নিয়ে তিনি দাবি করেন, “এটি মোটেই কোনও রাজনৈতিক প্রচার নয়, বরং জনতার হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি। আমরা জ়ুবিনকে নিয়ে মানুষের আবেগ ও ভালবাসার শরিক হতে চাই।”

রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের কথায়, “আমাদের সন্দেহ, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা অভিযুক্ত শ্যামকানু মহন্তের সঙ্গে নিজের সম্পর্ক আড়াল করতে এবং বিজেপি ও সিদ্ধার্থ শর্মার সম্পর্ক লুকোনোর জন্যই এসআইটি গঠন করেছেন। এসআইটি তদন্ত সঠিক পথে চলছে না। বহু আইন বিশেষজ্ঞ তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি রক্ষাতেই ব্যস্ত।”

শইকিয়া পাল্টা বলেন,“গৌরব কি সিটের সদস্য? তিনি কী ভাবে জানলেন তদন্ত সঠিক পথে চলছে না? কংগ্রেস জ়ুবিনেরমৃত্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। জ়ুবিন আমাদের হৃদয়েরশিল্পী, রাজনৈতিক হাতিয়ার নন। এখন এক হওয়ার সময়, বিভেদ সৃষ্টিকরার নয়।”

অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ সকলকে অনুরোধ করেন, “জ়ুবিন গর্গকে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করবেন না। সময় সবকিছুরবিচার করবে। আমরা ন্যায়ের লড়াই চালিয়ে যাব। আমরা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চাই। বহু প্রত্যক্ষদর্শী এখনও সামনে আসেননি, তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত।”রাইজ়র দলের প্রধান ও শিবাসগরের বিধায়ক অখিল গগৈ বলেন, “অসমের মানুষ এসআইটি তদন্তে সন্তুষ্ট নন। আমরা জ়ুবিনের ন্যায় না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

এ দিকে জ়ুবিনের মৃত্যুর তদন্তের জন্য এসআইটি-এর প্রধান, বিশেষ ডিজিপি মুন্নাপ্রসাদ গুপ্ত ও তিতাবরের এএসপি তরুণ গোয়েল আজ সিঙ্গাপুর পৌঁছন। আগামিকাল তাঁরা সেখানকার তদন্তকারীদের সঙ্গে বৈঠক করবেন। যাবেন ঘটনাস্থলে। তাঁরা সিঙ্গাপুরের ফরেন্সিক ও পারিপার্শ্বিক প্রমাণ সংগ্রহ করবেন এবং সেখানকার চিকিৎসা সংক্রান্ত ও আইনগত নথিপত্র পরীক্ষা করবেন। মুখ্যমন্ত্রী জানান, তদন্তকারীরা সিঙ্গাপুর থেকে ফিরে আসার পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আজ কলাক্ষেত্রে জ়ুবিনের সমাধিক্ষেত্রে নির্মাণ সমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্ত্রী গরিমা শইকিয়া গর্গ, বোন পামি বরঠাকুর, গায়ক পুলক বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার পার্থসারথিমহন্ত প্রমুখ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Assam

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy