মার্কিন মুলুকে ‘অপমানের’ শিকার হওয়ার পর শাহরুখ খানকে ভারতেই ফিরে আসার পরামর্শ দিল শিবসেনা। শুক্রবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে বেশ কিছু ক্ষণ আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় এই বলিউ়ড তারকাকে। সাত বছরে এই নিয়ে তৃতীয়বার এই ঘটনা ঘটল শাহরুখের সঙ্গে। যার পরিপ্রেক্ষিতে শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, ‘‘অধিকাংশ বড় মার্কিন বিমানবন্দরে শাহরুখের সঙ্গে এটা হয়। তার পরেও এই সহিষ্ণু অভিনেতা বারবার আমেরিকা যান অপমানিত হতে।’’ শিবসেনার বক্তব্য, অপমানের যোগ্য জবাব দিতে শাহরুখের উচিত ছিল দেশে ফিরে আসা।