Advertisement
০৩ মে ২০২৪

জেএনইউয়ে জট অব্যাহত

গত অর্ধ শতকে এই প্রথম পরীক্ষা বয়কটের পথে হাঁটলেন জেএনইউয়ের পড়ুয়ারা।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৮
Share: Save:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অচলাবস্থা এখনও কাটেনি। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিবের সঙ্গে টানা দু’দিনের বৈঠকের পরও রফাসূত্র অধরা। উপাচার্য এম জগদীশ কুমার বৃহস্পতিবার হস্টেল প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাতে কাজের কাজ হয়নি।

তাই গত অর্ধ শতকে এই প্রথম পরীক্ষা বয়কটের পথে হাঁটলেন জেএনইউয়ের পড়ুয়ারা।

উপাচার্যের সঙ্গে বৈঠকের পরে পড়ুয়াদের অভিযোগ, তিনি (উপাচার্য) বিন্দুমাত্র নমনীয় নন। নির্বাচিত ছাত্র সংসদ হিসেবে জেএনইউএসইউ-কে স্বীকৃতি তো দূর, বরং ফি বৃদ্ধির যৌক্তিকতা ব্যাখ্যাতেই মন দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষা এবং তার আগে পড়াশোনা বিঘ্নিত হওয়ার কারণে সেমেস্টারের সময় দু’সপ্তাহ বাড়ানোর কথা ভেবে দেখতে বলেছে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র প্রতিনিধিদের আলোচনার টেবিলে বসে সমাধান খোঁজার কথা আজও এক বিবৃতিতে বলেছে মানবসম্পদ মন্ত্রকের উচ্চশিক্ষা দফতর। বলা হয়েছে, ক্যাম্পাস দ্রুত স্বাভাবিক করার কথা। কিন্তু জেএনইউএসইউয়ের ভাইস প্রেসিডেন্ট সাকেত মুন বলেন, ‘‘বর্ধিত ফি এবং হস্টেলের নতুন নিয়মবিধি পুরোপুরি প্রত্যাহার না-হওয়া

পর্যন্ত আন্দোলন চলবে।’’ সমাধান খুঁজতে ফের এক বার আলোচনার জন্য মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JNU Protest Stalemate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE