Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Chandrababu Naidu

চন্দ্রবাবুর সভায় আবার দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে কমপক্ষে তিন জনের মৃত্যু, জখম কয়েক জন

মাত্র কয়েক দিনের ব্যবধানে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর কর্মসূচিতে আবার পদপিষ্টের ঘটনা ঘটল। তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার রোড শোতেও দুর্ঘটনা ঘটেছিল।

চন্দ্রবাবু নায়ডুর সভায় পদপিষ্ট হয়ে আবার দুর্ঘটনা।

চন্দ্রবাবু নায়ডুর সভায় পদপিষ্ট হয়ে আবার দুর্ঘটনা। ছবি টুইটার।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ২০:৪৬
Share: Save:

তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর কর্মসূচিতে আবার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। রবিবার অন্ধ্রপ্রদেশের গুন্টুরে নায়ডুর কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

গত বুধবার রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় নায়ডুর রোড শো চলাকালীন হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন আরও কয়েক জন। কয়েক দিনের ব্যবধানে আবার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অস্বস্তি বাড়ল নায়ডুর।

সে বার পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিজনদের ২৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল টিডিপি। এ ছাড়াও দলের ১১ জন নেতা মৃতদের নিকট আত্মীয়কে ৯ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন।

পদপিষ্টের ঘটনায় দুঃখপ্রকাশ করেছিলেন চন্দ্রবাবু। তিনি বলেছিলেন, ‘‘এটা দুঃখজনক ঘটনা। খুবই দুঃখিত।’’ এই ঘটনায় চন্দ্রবাবুকে নিশানা করতে আসরে নামে শাসক দল ওয়াইএসআর কংগ্রেস। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নায়ডুকে দায়ী করেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। অবিলম্বে জনসমক্ষে নায়ডুর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ঘটনায় দুঃখ প্রকাশ করে রেড্ডি মৃত ব্যক্তদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি তাঁর আধিকারিকদের আহত ব্যক্তিদের চিকিৎসার দিকটাও খেয়াল রাখতে বলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chandrababu Naidu Stampede national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE