Advertisement
১০ মে ২০২৪
National news

বিজেপি নয়, কংগ্রেসকেই সমর্থনের ইঙ্গিত দিল জেডি(এস)

সব ক্ষেত্রে যে এই সমীক্ষা মিলেছে, তাও নয়। কিন্ত জনমত যাচাইয়ের বিজ্ঞান সম্মত ভিত্তি থাকায় একে উপেক্ষা করাও সম্ভব নয়। এই সমীক্ষা যদি ঠিক হয়, তবে ৩১ আসন পেয়ে ‘কিং মেকার’ হয়ে উঠতে পারে জেডি(এস)।

এইচ ডি দেবগৌড়া। ফাইল চিত্র।

এইচ ডি দেবগৌড়া। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ১৫:৪০
Share: Save:

কর্নাটকে ভোটের প্রচারে জেডি(এস)-কে বিজেপির বি-টিম বলে তকমা দিয়েছিল কংগ্রেস। কিন্তু কোনও পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের জন্যসেই কংগ্রেসকেই সমর্থন দিতে পারে জেডি(এস)। একটি ইংরেজি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‌কারে তারা এমনই ইঙ্গিত দিয়েছে।বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন জেডি(এস)-এর মুখপাত্র দানিশ আলি। কিন্তু কংগ্রেস? দানিশের কথায়, ‘‘এগিয়ে আসতে হবে কংগ্রেকেই।’’

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই কথার মধ্যে দিয়ে কিন্তু কংগ্রেসের জন্য নিজেদের দরজা খুলে দিল জেডি(এস)। শনিবার কর্নাটকের ভোটের পর যে ন’টি বুথ ফেরত সমীক্ষা হয়েছে, তার গড় করলে কিন্তু ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা স্পষ্ট হচ্ছে। সমীক্ষা বলছে, যে ২২২ টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে বিজেপি পেতে পারে ৯৭ টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৯০ টি আসন। যদিও বুথ ফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে, সব ক্ষেত্রে যে এই সমীক্ষা মিলেছে, তাও নয়। কিন্ত জনমত যাচাইয়ের বিজ্ঞান সম্মত ভিত্তি থাকায় একে উপেক্ষা করাও সম্ভব নয়। এই সমীক্ষা যদি ঠিক হয়, তবে ৩১ আসন পেয়ে ‘কিং মেকার’ হয়ে উঠতে পারে জেডি(এস)।

কাকে সমর্থন করবে জেডি(এস)? ভোটের প্রচারে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া কিন্তু কংগ্রেস এবং বিজেপির থেকে সম দূরত্ব বজায় রেখেছিলেন। জানিয়ে দিয়েছিলেন, দুই দল সম্পর্কেই জেডি(এস) হতাশ। তাই কাউকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। কিন্তু ভোট মিটতে না মিটতেই যে কংগ্রেস সম্পর্কে জেডি(এস) অনেক নরম, তা দানিশ আলির কথা থেকেই স্পষ্ট। তিনি বলেছেন, ‘‘যদি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা না পায়, ওদের আসন সংখ্যা যদি একশোর নীচে নেমে যায়, তখনই সমর্থনের প্রশ্ন উঠবে। তবে এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে কংগ্রেসকেই।’’

আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা তো দু’দিনের বিনোদন, কটাক্ষ সিদ্দারামাইয়ার

আরও পড়ুন: কর্নাটকে ত্রিশঙ্কুর ইঙ্গিত, সমীক্ষার ফল ফল দেখে উদ্বিগ্ন কংগ্রেস-বিজেপি

এমনিতে কর্নাটক কংগ্রেসের প্রধান মুখ সিদ্দারামাইয়ার সঙ্গে জেডি(এস)-এর সম্পর্ক যে খুব একটা মধুর, তা নয়। ২০০৫ সালে দেবেগৌড়ার সঙ্গে মতান্তরের জেরে জেডি(এস) থেকে বহিস্কৃত হন সিদ্দারামাইয়া। এর পর তিনি কংগ্রেসে যোগ দেন। সিদ্দারামাইয়া যতই জনমত সমীক্ষার ফল খারিজ করে সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে দাবি করুন না কেন, বিষয়টি নিয়ে নাকি খুব একটা নিশ্চিত নয় কংগ্রেস হাইকম্যান্ড। এই সুযোগে চাপ বাড়াচ্ছে জেডি(এস)। তাদের অভিযোগ, কংগ্রেসেকে জেডি(এস) আগেও নানা ভাবে সাহায্য করেছে। কিন্তু বিনিময়ে কিচ্ছু পায়নি। তাঁর দাবি, এবার যদি উদ্যোগ নিতেই হয়, তবে তা করতে হবে কংগ্রেসকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE