Advertisement
০৫ মে ২০২৪
National News

অ-ডিমাসা জেলা চেয়ে বন্‌ধের ডাক

অ-ডিমাসা জনজাতিরা জেলা ভাগের দাবি করছেন। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৯
Share: Save:

ফের ডিমা হাসাও জেলায় বন্‌ধ ডাকল এনসি হিলস ইন্ডিজেনাস পিপলস ফোরাম। গত বৃহস্পতিবারের বন্‌ধ ছিল ১২ ঘন্টার। ফোরামের সম্পাদক এল লিমা কেভম জানান, মঙ্গলবার থেকে বন্‌ধ চলবে অনির্দিষ্টকালের জন্য। দাবি মেটানো না-হলে কোনও আশ্বাসে বন্‌ধ তোলা হবে না। তাদের দাবি, ডিমা হাসাও জেলাকে দু’ভাগ করে অ-ডিমাসা উপজাতির জন্য পৃথক জেলা ও স্বশাসিত পরিষদ গঠন করতে হবে। ২০১০ সালে ডিএইচডিজে-র সঙ্গে শান্তি চুক্তির শর্ত মেনে উত্তর কাছাড়ের নাম পাল্টে ডিমা হাসাও জেলা করা হয়। ডিমা হাসাও শব্দের অর্থ ডিমাসাদের অঞ্চল। তাই অ-ডিমাসা জনজাতিরা জেলা ভাগের দাবি করছেন।

ডিমা হাসাও জেলায় অনির্দিষ্টকালের বনধে বরাক উপত্যকা এবং ত্রিপুরা-মিজোরামেও উদ্বেগ দেখা দিয়েছে। ওই অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ অসমের এই পাহাড়ি জেলার ওপরই নির্ভরশীল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Strike Non-Dimasa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE