Advertisement
২০ এপ্রিল ২০২৪
Kerala University

Kerala University: প্রশ্নের বদলে মিলল উত্তরপত্র, তাতে লিখে আবার জমাও দিলেন ছাত্র!

কোভিডে আক্রান্ত হওয়ার জন্য এক ছাত্র ‘সিগন্যালস অ্যান্ড সিস্টেমস’ বিষয়টির পরীক্ষা দিতে পারেননি।

গত ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইলেকট্রনিক্স বিভাগের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ছিল। প্রতীকী ছবি।

গত ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইলেকট্রনিক্স বিভাগের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ছিল। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৭:০৯
Share: Save:

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্নপত্রের বদলে উত্তরপত্র দেওয়া হল এক ছাত্রকে। কেরল বিশ্ববিদ্যালয়ের ঘটনা।

গত ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইলেকট্রনিক্স বিভাগের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ছিল। কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ার জন্য এক ছাত্র ‘সিগন্যালস অ্যান্ড সিস্টেমস’ বিষয়টির পরীক্ষা দিতে পারেননি। সুস্থ হওয়ার পর ওই ছাত্রের পরীক্ষার ব্যবস্থা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওই বিষয়ের পরীক্ষার শুরুতেই প্রশ্নপত্রের বদলে ছাত্রের হাতে ‘ভুল’ করে উত্তরপত্র তুলে দেওয়া হয়। পরীক্ষকদের সঙ্গে কোনও আলোচনা না করেই ওই উত্তরপত্রে লিখে সেটি জমা দিয়ে দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, অফিস অব দ্য কন্ট্রোলার অব এগজামিনেশন প্রশ্নপত্রের বদলে উত্তরপত্র ভুল করে ছাপিয়ে ফেলেছিলেন। পরীক্ষার দিন ওই ছাত্র সেই উত্তরপত্র পান। যে পরীক্ষক সেই সময় পরীক্ষাকেন্দ্রে হাজির ছিলেন তিনি বিষয়টি আদৌ খেয়াল করেছেন কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তা ছাড়া উত্তরপত্র পাওয়ার পরেও ছাত্রটি কেন পরীক্ষকের কাছে বিষয়টি জানালেন না কেন সেই বিষয়টিও খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পরীক্ষাও বাতিল করেছেন। আগামী ৩ মে আবার পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala University Examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE