কোনও পাত্রে নয়, খুদে পড়ুয়াদের মিড ডে মিল দিতে ব্যবহার করা হল বইয়ের ছেঁড়া পাতা। সাধারণতন্ত্র দিবসে মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলে এমন ঘটনা প্রকাশ্যে আসায় হুলস্থুল পড়ে গিয়েছে।
সোমবার ঘটনাটি ঘটেছে রাজ্যের মইহার জেলার ভাটগাওয়ান গ্রামের একটি সরকারি স্কুলে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মিড ডে মিলে বিশেষ মেনু রাখা হয়েছিল। ডাল, ভাত সব্জির বদলে পুরি, হালুয়া বানানো হয়েছিল। স্কুল চত্বরে মাটিতে বসানো হয় পড়ুয়াদের। তার পর প্রত্যেকের কাছে চলে বইয়ের ছেঁড়া পাতা। তার পর সেই ছেঁড়া পাতায় পুরি এবং হালুয়া দেওয়া হয়। অভিযোগ, পুরনো বইয়ের সেই পাতায় পড়ুয়াদের খেতে বাধ্য করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, পড়ুয়াদের খাওয়ানোর জন্য প্লেট কেনার টাকাও বরাদ্দ করা হয়েছিল। কিন্তু একটি প্লেটও দেখা যায়নি। এই ঘটনার খবর পেয়েই অভিভাবকেরা বিক্ষোভ দেখান। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবিও জোরালো হতে শুরু করেছে। বইয়ের পাতার মধ্যে কালির দাগ, পেন্সিলের দাগ পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে। বইয়ের পাতার মধ্যে গরম খাবার পড়লে তা স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে জেলা শিক্ষা দফতর। শিক্ষা দফতরের শীর্ষ এক কর্তা বিষ্ণু ত্রিপাঠী জানিয়েছেন, তাঁর নজরে এসেছে ঘটনাটি। তদন্তের নির্দেশ দিয়েছেন। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ত্রিপাঠী।