Advertisement
E-Paper

বিজেপির অনুষ্ঠানে আপত্তি আলিগড়ে

রাজার জন্মদিন পালনে ঘোর আপত্তি মোড় নিল প্রতিবাদ মিছিলে। বিশ্ববিদ্যালয় চত্বরে হিন্দু রাজা মহেন্দ্রপ্রতাপ সিংহের জন্মবার্ষিকী পালনের নামে বিজেপি ধর্মীয় মেরুকরণ ঘটাতে চাইছে, এই অভিযোগ তুলে আজ মিছিলে হাঁটলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কয়েকশো পড়ুয়া। অভিযোগ, সব কিছু জেনেও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি কোনও পদক্ষেপই করেননি। অবস্থানে অনড় বিজেপি-ও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০৩:২৮

রাজার জন্মদিন পালনে ঘোর আপত্তি মোড় নিল প্রতিবাদ মিছিলে। বিশ্ববিদ্যালয় চত্বরে হিন্দু রাজা মহেন্দ্রপ্রতাপ সিংহের জন্মবার্ষিকী পালনের নামে বিজেপি ধর্মীয় মেরুকরণ ঘটাতে চাইছে, এই অভিযোগ তুলে আজ মিছিলে হাঁটলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কয়েকশো পড়ুয়া। অভিযোগ, সব কিছু জেনেও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি কোনও পদক্ষেপই করেননি। অবস্থানে অনড় বিজেপি-ও।

সূত্রের খবর, আগামী ১ ডিসেম্বর রাজা মহেন্দ্রপ্রতাপ সিংহের জন্মবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করতে চাইছেন বিজেপির স্থানীয় নেতৃত্বের একাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আজম খানের ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি, বিজেপির দাবি, ক্যাম্পাস তৈরির সময় একটা বড় অংশের জমিও দান করেন মহেন্দ্রপ্রতাপ। বিশ্ববিদ্যালয়ের আপত্তি এই অনুষ্ঠান ঘিরেই। ধর্মীয় মেরুকরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব করারও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে আজ মিছিলে সামিল হন কয়েকশো পড়ুয়া। অনুষ্ঠান বাতিল না হলে আন্দোলন আরও জোরদার হবে বলেও হুমকি দিয়েছেন উপাচার্য জামিরউদ্দিন শাহ।

বিজেপির এই অনুষ্ঠান ঘিরে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি। বিরোধিতায় সুর মিলিয়েছে বিএসপি, এনসিপি-ও। তবে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই মত পড়ুয়াদের। এই আপত্তি এবং ছাত্র আন্দোলনের কথা আগাম জানিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকেও চিঠি দেওয়া হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের।

স্মৃতি ইরানি অবশ্য আজ সেই অভিযোগপত্র পাওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “বৃহস্পতিবার রাত ন’টার মধ্যেই অফিস থেকে বেরিয়ে গিয়েছি। এই ধরনের কোনও চিঠি আমি হাতে পাইনি। তাই কোনও কিছু না জেনে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।”

bjp programme aligarh national news online national news Aligarh Muslim University AMU students protest BJP rally bjp program
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy