লোকসভার প্রাক্তন স্পিকারের মৃত্যু হয়েছে বলে ভুল খবর টুইট করে বিভ্রান্তি তৈরি করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। কিছুক্ষণের মধ্যেই তিনি সেই টুইট মুছেও দেন। তবে তার আগেই খবরটি ভুল বলে জানায় বিজেপি।
ইনদওরের প্রাক্তন সাংসদ সুমিত্রা মহাজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে শশীর টুইটের কারণেই। বিভিন্ন সংবাদমাধ্যম সেই টুইটের ভিত্তিতে খবরও প্রকাশ করে। এর পরে পরেই এটা যে একেবারেই ঠিক খবর নয় তা স্পষ্ট করে জানান বিজেপি নেতা তথা ইন্দোরের প্রাক্তন মেয়র কৈলাস বিজয়বর্গীয়।
বিজেপি সূত্রে জানা গিয়েছে,ইনদওরের একটি হাসপাতালে ভর্তি থাকলেও অনেকটাই সুস্থ আছেন সুমিত্রা। সাধারণ জ্বর নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন। নিয়ম মতো বৃহস্পতিবার সুমিত্রার কোভিড পরীক্ষা হয়। সেই রিপোর্টও নেগেটিভ আসে। চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ জ্বরের ওষুধ চলছে সুমিত্রার। কিন্তু শশী বৃহস্পতিবার রাতে আচমকাই সুমিত্রার মৃত্যু হয়েছে বলে টুইট করে দেন। শুধু মৃত্যুর ভুল খবর দেওয়াই নয়, সেই সঙ্গে সুমিত্রাকে নিয়ে তাঁর স্মৃতিও লেখেন শশী। এর পরে পরেই কৈলাস টুইট করেই জানান ওই খবর একেবারেই ভুল। শশী তারুরকে ট্যাগ করে তিনি লেখেন, 'তাই (সুমিত্রা) একদম সুস্থ আছেন। ভগবান ওঁর দীর্ঘ আয়ু দিন'।