জয়ের কারিগর চান, পুরনো আবর্জনা ঘাঁটা হোক! কিন্তু জয়ের কাণ্ডারী চান না! আপাতত তাই চাপা পড়ে গেল ত্রিপুরা বিজেপির পর্যবেক্ষক সুনীল দেওধরের প্রস্তাব। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্দেশে দেওধর টুইট-বার্তায় বলেছেন, নতুন মন্ত্রীরা যাওয়ার আগে পুরনো মন্ত্রীদের আবাসনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা হোক। তাঁর অভিযোগ, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি আবাসনের ট্যাঙ্কে ২০০৫ সালের জানুয়ারিতে একটি কঙ্কালের অংশ পাওয়া গিয়েছিল। তাই ট্যাঙ্ক ঘেঁটে দেখে নেওয়া উচিত।
তাঁরা কি এমন কোনও অভিযানে নামবেন? প্রশ্ন শুনে মুখ্যমন্ত্রী বিপ্লব অবশ্য বলেছেন, ‘‘বিদ্বেষমূলক কোনও মনোভাব নিয়ে সরকার চলবে না। মানুষের দ্বারা, মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় যখন যা করণীয়, তা করা হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy