Advertisement
৩০ এপ্রিল ২০২৪

কেন্দ্রের আর্জি শুনবে কোর্ট

২০১৮ ব্যাচের আইএএস-আইপিএসদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কয়েক জন আমলা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ০১:৫০
Share: Save:

২০১৮ ব্যাচের আইএএস-আইপিএস অফিসারদের নিয়োগের প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের আর্জি শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। ওই প্রক্রিয়া বাতিল করে নতুন ভাবে নিয়োগের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র।

২০১৮ ব্যাচের আইএএস-আইপিএসদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কয়েক জন আমলা। তাঁরা আর্জিতে জানান, ওই প্রক্রিয়ার গলদের ফলে মেধাবী অফিসারেরা পছন্দমতো ক্যাডার পাচ্ছেন না। বিচারপতি বিপিন সাঙ্ঘি ও বিচারপতি রেখা পাল্লির বেঞ্চ জানায়, ২০১৮ ব্যাচের আইএএস-আইপিএসদের প্রশিক্ষণ এখনও শেষ হয়নি। তাই নতুন ভাবে নিয়োগ করতে সমস্যা হওয়ার কথা নয়। নিয়োগের কাজ এখন কম্পিউটার সফ্‌টওয়্যারের মাধ্যমে হয়। তাই পদ্ধতিগত কারণেও দেরি হওয়ার সম্ভাবনা নেই। এর পরেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন ভাবে নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট।

এ দিন এই নির্দেশের বিরুদ্ধে আর্জির জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, ২০১৮ ব্যাচের অফিসারদের প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে। এ বার তাঁদের সংশ্লিষ্ট ক্যাডারে যোগ দেওয়ার কথা। তাই বিষয়টির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর্জি মেনে বেঞ্চ জানায় ১৭ মে মামলার শুনানি হবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme court IAS IPS Delhi HIgh court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE