Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শিশু নিগ্রহের বিচারে পৃথক কোর্টের নির্দেশ

সারা দেশের অমীমাংসিত পকসো মামলাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আরও সময় প্রয়োজন বলে জানান শীর্ষ আদালতের এক আধিকারিক।

শিশু নির্যাতনের মামলাগুলির বিচারের জন্য প্রশিক্ষিত ও সংবেদনশীল আইনজীবী নিয়োগ করতে হবে কেন্দ্রকে, জানাল কোর্ট।

শিশু নির্যাতনের মামলাগুলির বিচারের জন্য প্রশিক্ষিত ও সংবেদনশীল আইনজীবী নিয়োগ করতে হবে কেন্দ্রকে, জানাল কোর্ট।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০১:৩১
Share: Save:

শিশু নিগ্রহ সংক্রান্ত মামলার বিচারের জন্য পৃথক আদালত তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সারা দেশে পকসো আইনের অধীনে শতাধিক মামলা ঝুলে রয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বেধীন বেঞ্চ আজ জানিয়েছেন, আগামী ২ মাসের মধ্যে বিশেষ শিশু আদালতগুলি তৈরি করে শুনানি চালু করতে হবে সে সব মামলার। পাশাপাশি কোর্ট জানিয়েছে, শিশু নির্যাতনের মামলাগুলির বিচারের জন্য প্রশিক্ষিত ও সংবেদনশীল আইনজীবী নিয়োগ করতে হবে কেন্দ্রকে।

এই আদালতগুলি তৈরি হবে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ও সম্পূর্ণ কেন্দ্রীয় অনুদানে। অর্থাৎ প্রিসাইডিং অফিসারের বেতন থেকে শুরু করে আদালতের শিশুবান্ধব পরিবেশ তৈরির জন্য যা যা প্রয়োজন, তার সব খরচ দেবে কেন্দ্র। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এ নিয়ে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে আদলত। দিল্লির সাকেত আদালত চত্বরে দু’টি পৃথক পকসো আদালত রয়েছে বলে উল্লেখ করেন এক আইনজীবী। ক্ষুব্ধ প্রধান বিচারপতি জানান, সাকেতের উদাহরণ এখানে আনার প্রয়োজন নেই। এমন বহু রাজ্য রয়েছে, যেখানে গোপনীয়তার অর্থ বিচারপ্রার্থী ও অভিযুক্তের মধ্যে পর্দা ঝুলিয়ে দেওয়া। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আরও বলেন, ‘‘এই বিষয়গুলিই বিচারব্যবস্থায় প্রধান উদ্বেগের বিষয়। বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করা নয়।’’

সারা দেশের অমীমাংসিত পকসো মামলাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আরও সময় প্রয়োজন বলে জানান শীর্ষ আদালতের এক আধিকারিক। প্রধান বিচারপতি বলেন, ‘‘আর কী কী তথ্য চাই আপনাদের? বিচারপতির তুলনায় মামলার সংখ্যা বেশি, এই তথ্য চাই?’’ তিনি এ-ও জানান, শিশু অধিকার নিয়ে সচেতন ও শিক্ষিত ও সংবেদনশীল আইনজীবীদের নিয়োগ করা হবে বিশেষ আদালতগুলিতে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Of India POCSO Child Rape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE