অবসরের দিনে সর্বোচ্চ ন্যায়ালয়ে ‘গঠনতন্ত্র’ নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ রেখে গেলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এএস ওকা। তিনি বললেন, ‘‘সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি কেন্দ্রীক। এই ব্যবস্থা বদলানো দরকার।’’
শুক্রবারই অবসর নেন বিচারপতি ওকা। সুপ্রম কোর্টের বার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বিদায়ী ভাষণ দিতে গিয়েই তিনি শীর্ষ আদালতের ‘গঠনতন্ত্র’ সংস্কারের কথা বলেন। বর্তমান প্রধান বিচারপতি বিআর গবইয়ের সময়ে এই ব্যবস্থার বদলাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিচারপতি ওকা। প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি গবই।
বিচারপতি ওকার মত, গণতান্ত্রিক ভাবে পরিচালনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তুলনায় হাই কোর্টগুলি এগিয়ে রয়েছে। তিনি বলেন, ‘‘হাই কোর্টগুলি পরিচালনার দায়িত্বে থাকে বিভিন্ন কমিটি। কিন্তু সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে পড়েছে। নতুন প্রধান বিচারপতির আমলে এটা বদলাবে। বিচারপতি সঞ্জীব খন্না স্বচ্ছতার পথে নিয়ে গিয়েছিলেন। বিচারপতি গবইয়ের গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে।’’
পাশাপাশিই বিচারপতি ওকার পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট এবং হাই কোর্ট দুই আদালতই ‘ট্রায়াল কোর্ট’কে গুরুত্ব দেয় না। এই ব্যবস্থা বদলালে গোটা বিচারব্যবস্থারই উন্নতি হবে বলে মনে করেন বিচারপতি ওকা। তিনি বলেন, ‘‘ট্রায়াল কোর্ট এবং জেলা আদালতগুলিকে প্রচুর মামলা বিচারাধীন রয়েছে। ট্রায়াল কোর্টকে কখনও নিম্ন আদালত বলাই উচিত নয়। এটা সাংবিধানিক মূল্যবোধে পরিপন্থী। ২৫ বছরের পুরনো মামলা এখনও চলছে। ২০ বছর পর কাউকে সাজা দেওয়া সত্যিই কঠিন।’’